6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

২৫০ গ্রাম আলু চুরি হওয়ায় মাঝরাতে পুলিশে কল, অতঃপর..

২৫০ গ্রাম আলু চুরি হওয়ায় মাঝরাতে পুলিশে কল, অতঃপর.. - the Bengali Times
সেই ব্যক্তি

আকণ্ঠ মদ্যপান করে পুলিশে কল দিলেন এক ব্যক্তি। তার বাড়ি থেকে রান্নার জন্য খোসা ছাড়ানো অবস্থায় রাখা ২৫০ গ্রাম আলু ‍চুরি হওয়ায় তিনি কল দিয়ে এক গাড়ি পুলিশ ডেকে আনেন। পরে পুলিশ তাকে সতর্ক করে দিয়ে চলে যায়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হরদোইয়ে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দীপাবলির মাঝরাতে হঠাৎই ফোন এলো পুলিশের কাছে। ফোন তুলতেই এক ব্যক্তি কাঁদো কাঁদো স্বরে বললেন, ‘হ্যালো স্যার, আপনারা তাড়াতাড়ি আসুন, আমার বাড়িতে চুরি হয়েছে।’ ১১২ নম্বরে ডায়াল করে পুলিশকে ফোন করতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় তারা।

- Advertisement -

পুলিশের দল দেখে এক ব্যক্তি বাড়ির সামনে রাস্তায় বসে আছেন। দাঁড়ানোর ক্ষমতা নেই। আকণ্ঠ মদ্যপান করেছেন তিনি। পুলিশ সদস্যরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, তিনিই কি ফোন করেছিলেন? অগোছালোভাবে সম্মতির ভঙ্গিতে জানান, হ্যাঁ, তিনিই ফোন করেছিলেন চুরির অভিযোগ জানাতে।

পুলিশ জানতে চায়, অভিযোগ কী? তখন ওই ব্যক্তি জানান, বাড়ির বারান্দায় খোসা ছাড়িয়ে আলু রেখে গিয়েছিলেন। তারপর খেতে চলে যান। কিন্তু খেয়ে এসে দেখেন আলু গায়েব। এদিক ওদিক খোঁজাখুঁজি করেও না পেয়ে শেষমেশ ১১২ ডায়ালে ফোন করেন। পুলিশকর্মীরা জিজ্ঞাসা করেন, কত আলু ছিল? তখন ওই ব্যক্তি জানান, ২৫০ গ্রাম আলু ছিল। তার এই উত্তর শুনে স্তম্ভিত হয়ে যায় পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা প্রথমে ভেবেছিলেন বড় কোনও চুরির ঘটনা ঘটেছে। কিন্তু বিষয়টি যে আদৌ তা নয়, তা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন। প্রৌঢ় মত্ত অবস্থায় ছিল। তাকে প্রশ্ন করা হয়, কেন মদ্যপান করেছেন? তার উত্তরে প্রৌঢ় বলেন, ‘দিনমজুরের কাজ করি। সারাদিন কাজের পর সন্ধ্যায় মদ্যপান করি। কিন্তু প্রশ্ন সেটা নয়, চুরি যাওয়া আলু খুঁজে দিন। এর জন্যই তো আপনাদের ফোন করেছি।’ এর পরই পুলিশ ওই ব্যক্তিকে সতর্ক করে ছেড়ে দেন। ঘটনাটি উত্তরপ্রদেশের হরদোইয়ের।

- Advertisement -

Related Articles

Latest Articles