6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

‘এখনই আসছি’ হঠাৎ ঐশ্বরিয়ার বাড়িতে বচ্চন পরিবার!

‘এখনই আসছি’ হঠাৎ ঐশ্বরিয়ার বাড়িতে বচ্চন পরিবার! - the Bengali Times
বচ্চন পরিবার

চর্চায় অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক। কিছুই নাকি ভালো যাচ্ছে না তাদের মধ্যে। শোনা যাচ্ছে, এই মুহূর্তে মেয়েকে নিয়ে মায়ের সঙ্গে থাকছেন বিশ্বসুন্দরী। নিমরত কৌরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছেন অভিষেক। এ সব নিয়েই যখন আলোচনা তুঙ্গে তখনই সোশালে ভাইরাল হয়েছে এক ভিডিও।

ভিডিওটি ঐশ্বরিয়ার একটি সাক্ষাৎকারের কিছু অংশ। তিনি অকপটেই শেয়ার করেছেন, কীভাবে আগে থেকে না জানিয়ে তার বাড়িতে হাজির হয় বচ্চন পরিবার। তার বাবার অনুপস্থিতিতেই কীভাবে জীবনের সিদ্ধান্তটি নিতে বাধ্য হন তিনি। ওই ভিডিও দেখে এক মুহূর্তে হয়ে যেতে পারেন নস্টালজিক। সঙ্গে পুরনো সমীকরণ মনে করে ভিজতে পারে চোখও।

- Advertisement -

সাক্ষাৎকারে বিশ্বসুন্দরী বলেন, ‘আমি দক্ষিণ ভারতীয়, রোকা কী জিনিস জানতাম না। হঠাৎ অভিষেকের বাড়ি থেকে ফোন আসে। বাবা সে সময় শহরের বাইরে। আসতে একদিন সময় লাগবে। ওদিকে পা (অমিতাভ বচ্চন) আর বাকিরা বাড়ি চলে আসছে। আমি অভিষেককে ফোন করতেই বলল সে কিছু জানে না”।

ঐশ্বরিয়া বলেন, ‘আমি তো অবাক। ওহ মাই গড! এটাই ছিল আমার প্রতিক্রিয়া।’

বাবার অপেক্ষা না করেই বাগদান সম্পন্ন হয়ে গিয়েছিল ঐশ্বরিয়ার। শুধু কি তাই? বাগদান হওয়ার পরেই ঐশ্বরিয়াকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চান বচ্চনেরা। তবে তিনি রাজি হননি। বাবার অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নিতে চাননি।

এই সময় বচ্চন পরিবার অন্দরের সমীকরণ নিয়ে প্রায় প্রতিদিনই রটছে নানা কথা। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে বচ্চন পরিবার। আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।

- Advertisement -

Related Articles

Latest Articles