0.4 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

‘জেলে গিয়ে প্রচুর গালিগালাজ শিখেছি’

‘জেলে গিয়ে প্রচুর গালিগালাজ শিখেছি’ - the Bengali Times

পরীমনি ছবি সংগৃহীত

আলোচনা-সমালোচনা-প্রশংসা সবই আছে তাঁকে ঘিরে। কখনো বিয়ে, বিচ্ছেদ, কখনো জেলে গিয়ে হয়েছেন খবরের শিরোনাম। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে জেলজীবন নিয়ে কথা বলেছেন পরীমনি। জানিয়েছেন সেই দুঃসহ অভিজ্ঞতার কথা।

২০২১ সালের ৪ আগস্ট প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র‍্যাব। তাঁর বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে মাদক মামলায় পরীমনিকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাঁকে। সেই সময়ের স্মৃতি মনে করে মজার ছলেই পরীমনি জানালেন, জেলে গিয়ে তিনি প্রচুর গালিগালাজ শিখেছেন।

- Advertisement -

এটিএন নিউজের ওই অনুষ্ঠানে পরীমনির কাছে জানতে চাওয়া হয় জেলজীবন কী শিখেছেন? জবাবে পরীমনি বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।’

জেলে থাকার অভিজ্ঞতা জানিয়ে পরীমনি বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।’

জেলে থাকার সময় অনেক বন্দীর সঙ্গে পরীমনির ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি বলেন, ‘অনেকের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম, সে সময় অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দুজন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা গেলে বাঁচি!’

এদিকে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে উঠছেন পরীমনি। আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। সিরিজটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন পরীমনি।

- Advertisement -

Related Articles

Latest Articles