9.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

গাজী পত্নীকে খুঁজছে ডিবি, সিদ্ধেশ্বরীর বাসায় অভিযান

গাজী পত্নীকে খুঁজছে ডিবি, সিদ্ধেশ্বরীর বাসায় অভিযান - the Bengali Times
হাসিনা গাজী

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে তার সিদ্ধেশ্বরীর বাসাসহ রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ বলছে, হাসিনা গাজীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। রয়েছে একাধিক অবৈধ অস্ত্র। অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি রবিবার রাতে বলেন, এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

- Advertisement -

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি অর্থের জোগান দিয়েছেন। গত জুলাই-আগস্টের আন্দোলনে তার হেফাজতে থাকা অস্ত্র ব্যবহৃত হয়েছে ছাত্র-জনতার বিপক্ষে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিনের মধ্যে গোলাম দস্তগীর গাজী গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার স্ত্রী হাসিনা গাজী আত্মগোপনে আছেন। দুই ছেলে আছেন বিদেশে।

অর্থপাচার এবং দুর্নীতির নানা অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

- Advertisement -

Related Articles

Latest Articles