1.3 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

কে হবেন রতন টাটার উত্তরসূরি?

কে হবেন রতন টাটার উত্তরসূরি? - the Bengali Times
রতন টাটা

ভারতের শিল্পপতি রতন টাটা। গতকাল বুধবার রাতে ৮৬ বছর বয়সে ৩৮০০ কোটির সম্পত্তি রেখে মারা গেছেন তিনি। তার উত্তরসূরি কে হবেন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

জানা গেছে, রতন টাটার পর এই শিল্পগোষ্ঠীর পরবর্তী প্রজন্মের একাধিক উদীয়মান নক্ষত্র রয়েছেন। তারা হলেন রতন টাটার সৎ ভাই নোয়েল ন্যাভাল টাটার সন্তান লিয়া, মায়া এবং নেভিল টাটা। তারা টাটা গ্রুপের মধ্যে নিজেদের পথ তৈরি করছেন। অন্যান্য পেশাদারদের মতো কোম্পানির মধ্য দিয়ে তারা এগিয়ে চলেছেন।

- Advertisement -

তিন জনের মধ্যে বড় লিয়া টাটা। তিনি স্পেনের মাদ্রিদের আইই বিজনেস স্কুল থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০০৬ সালে টাটা গ্রুপে যোগ দেন। তাজ হোটেলস রিসর্টস অ্যান্ড প্যালেসেসের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসাবে তিনি যোগ দিয়েছিলেন। বর্তমানে তিনি দ্য ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট।

মায়া টাটাও ইতিমধ্যে টাটা গোষ্ঠীতে যোগ দিয়েছেন। টাটা ক্যাপিটালে তিনি নিজের ক্যারিয়ার শুরু করেন। গ্রুপের ফ্ল্যাগশিপ ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানিতে তিনি অ্যানালিস্ট হিসাবে যোগ দেন।

উল্লেখ্য, রতন টাটা ১৯৯১ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বে ১৯৯৬ সালে লঞ্চ হয় টাটা টেলি সার্ভিসেস। ২০০৪ সালে টাটা কনসালটেন্সি সার্ভিসেস তালিকাভুক্ত হয়েছিল।

তিনি ২০১২ সালে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন। তিনি ছিলেন টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, টাটা স্টিল এবং টাটা কেমিক্যালসের চেয়ারম্যান এমেরিটাস। শিল্পের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি ২০০০ সালে পদ্মভূষণ এবং ২০০৮ সালে পদ্ম বিভূষণ পুরস্কার পান।

- Advertisement -

Related Articles

Latest Articles