-2.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

টরন্টোর সেই বাড়িটিতে রঙিন সব ম্যুরাল

টরন্টোর সেই বাড়িটিতে রঙিন সব ম্যুরাল - the Bengali Times
টরন্টোর অ্যানেক্স এরিয়ার পুরোনো একটি বাড়িকে রঙিন বিদায় জানানো হয়েছে

টরন্টোর অ্যানেক্স এরিয়ার পুরোনো একটি বাড়িকে রঙিন বিদায় জানানো হয়েছে। নতুন একটি রেন্টাল আবাসনের জন্য বাড়িটি ভেঙে ফেলার আগে এটি করা হয়েছে।

গত মাসে উদীয়মান ও অভিজ্ঞ ৪০ জন শিল্পীর একটি দল ব্লুর এবং ব্যাথ্রাস্ট স্ট্রিটের কাছে ৯১ বার্টন স্ট্রিটের খালি বাড়িটির ভেতরে ও বাইরে ম্যুরাল আঁকছিলেন। আর্ট অন বার্টন নামের প্রকল্পটি নেন মাল্টি-ডিসিপ্লিনারি আর্টিস্ট স্টেফানি অ্যাভারি।

- Advertisement -

কোনো এক সময় তিনি একটি বড়সড় ম্যুরাল প্রকল্প করতে চেয়েছিলেন এবং শিগগিরই ভাঙা পড়তে যাওয়া এই বাড়িটিতে সেই সুযোগ পেয়েছেন। বাড়িটি কাঠামোগতভাবে ঠিক আছে এবং এর বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় রয়েছে। ৩০ মে বাড়িটির মালিক প্রতিষ্ঠান গ্রিনস্ট্রিট ফ্ল্যাটসের সঙ্গে যোগাযোগ করেন তার ভাবনাটি নিয়ে আলোচনার জন্য।

এটাকে সত্যিকারের অনন্য কাজ বলে আমরা ভেবেছিলাম। এ ধরনের অনন্য উদ্যোগের সঙ্গে থাকতে পারার সুযোগ ডেভেলপাররা খুব একটা পায় না। আর্ট অব বার্টন আমাদের কমিউনিটির সাংস্কৃতিক বন্ধনের জন্যও সহায়ক।

গ্রিনস্ট্রিট ফ্ল্যাটস এর আগে ৪৩৫ গ্রেস স্ট্রিট এবং ৩৬৭-৩৬৯ হাউল্যান্ড এভিনিউতে তাদের নতুন ভবনগুলোতে ম্যুরাল অন্তর্ভুক্ত করেছিল। তবে ভাঙা হচ্ছে এমন কোনো ভবনে ম্যুরাল আঁকার সঙ্গে তাদের যুক্ত হওয়া এই প্রথম।

৯১ বার্টনের প্রকল্পটি নিয়ে ধারণা ও উদ্দেশ্য নিয়ে কথা বলার জন্য অ্যাভারি এবং আয়োজকদের মূল গ্রুপটির সঙ্গে বসতে পেরে তারা আনন্দিত।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles