2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

টাকার বান্ডেল নিয়ে খেলছে সাবেক মন্ত্রীর সন্তানরা, ছবি ভাইরাল

টাকার বান্ডেল নিয়ে খেলছে সাবেক মন্ত্রীর সন্তানরা, ছবি ভাইরাল - the Bengali Times

সংগৃহীত ছবি

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানায় টাকার ছড়াছড়ির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, মুজিবুল হকের সন্তানরা টাকার বান্ডেল নিয়ে খেলছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে ফেসবুক, টুইটার, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফরমে ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি ঠিক কবে তোলা হয়েছে, তা জানা যায়নি।

- Advertisement -

ছবিতে দেখা যায়, মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে আছেন। খাটের ওপর বিছানায় বসে আছে তাদের তিন শিশুসন্তান। সামনে ৫০০ এবং ১০০০ টাকার বেশ কয়েকটি বান্ডেল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন, আর এক শিশু শপিং ব্যাগে থাকা টাকার বান্ডেল নিয়ে খেলছিল।

এ দৃশ্যগুলো চুপচাপ দেখছিলেন হনুফা আক্তার।

ধারণা করা হচ্ছে, ছবিটি মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের সময় তোলা। জন্মদিনের আনন্দ আরো বাড়ানোর জন্যই হয়তো তিনি সন্তানদের সামনে টাকা ছড়িয়ে দেন, আর তখনই ছবিটি তোলা হয়।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ছবিটি ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর মুজিবুল হক গা ঢাকা দেন। ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে অগ্নিসংযোগ করে আট যাত্রীকে হত্যার ঘটনায় সম্প্রতি বাস মালিক তার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

প্রসঙ্গত, মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। ২০১৬ সালের মে মাসে প্রথমবার কন্যাসন্তানের বাবা হন। ২০১৮ সালের ১৫ মে তার যমজ পুত্রসন্তানের জন্ম হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles