7.6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বিদেশী ভাষাগত দক্ষতা

বিদেশী ভাষাগত দক্ষতা
বিদেশী ভাষাগত দক্ষতা

কারো বিদেশী ভাষাগত দক্ষতা নিয়ে ট্রল করার আগে নিজের অবস্থান এবং দেশের শিক্ষাব্যবস্থার কথা ভাবা উচিৎ !

আমি ইদানিং দেশের খবর খুব একটা শুনি না। সব বিষয় অত্যান্ত Confusing এবং এগুলি অনেক সময় মনে স্ট্রেস তৈরী করে, তাই ইচ্ছা করে সেই স্ট্রেস invite করতে রাজি না।

- Advertisement -

যাহোক, আজকে দেশে এক ভাগ্নের সাথে কথা বলার সময় জানতে পারলাম দেশের বর্তমান সরকারের দুই তরুণ উপদেষ্টার বিদেশিদের সাথে ইংরেজিতে কথা বলার অদক্ষতা নিয়ে ট্রল করা হচ্ছে। আমি আগেও বলেছি, আমরা হলো লেবু চটকানোর জাতি, কিছু একটা পাইলেই হলো; চটকাইতে চটকাইতে তার জীবন শেষ।

আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখনও দেখেছি এবং সেটি এখনো চলছে, সেটি হলো যে সমস্ত ছাত্র/ছাত্রী রাজনীতি করতো তাদের পড়াশুনা খুব একটা ভালো ছিল না (খুব অল্প সংখক ব্যতিক্রম ছাড়া)। তাছাড়া আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমন, যে ক্লাস ওয়ান থেকে ইংরেজি ভাষা শিখতে শিখতে বিশ্ববিদ্যালয় পার করে দেই কিন্তু সেই ভাষায় দক্ষতা অর্জন আর হয় না।

শুধু তাই না, ওখান থেকে পাশ করে, দেশে ভালো চাকরি করে এই কানাডাতে এসে ৫/৬ বছর থাকার পরেও অসংখ শিক্ষিত প্রফেশনাল ইংরেজিতে তার নিজের পরিচয় দিতে পারে না।

এগুলি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। অতএব ওদের ইংরেজির পারা না পারা নিয়ে কথা বলার আগে দেশের ঘুনে ধরা শিক্ষা ব্যবস্থার যাতে আগামীতে উন্নতি হয় সেই দোয়া করা উচিৎ।

তাদের অনেক বিষয়ে ল্যাকিং থাকতে পারে কিন্তু এই বিষয় নিয়ে ট্রল না করাই ভালো। বরং কতৃপক্ষের উচিত পরবর্তীতে এই ধরণের কথোপকথনে দোভাষীর বেবস্থা রাখা। অথবা এখন যে ট্রান্সলেটর ডিভাইস আছে সেটি কানে লাগিয়ে দেওয়া। বিগত দিনে কতজন, আমলা, মন্ত্রী, এমপি ইংরেজি বা অন্য কোনো ভাষা ভাল বলতে পারতেন ! অনেকে তো বাংলাই ঠিকমতো বলতে পারতেন না।

তাছাড়া বাংলাদেশের অনেক বড়ো নেতা ইংরেজি তো দূরে থাক, তাদের জীবনে অনেক ফেল এবং ৩ বছরের কোর্স ৭ বছরে করার ইতিহাস আছে, তাই এই বিষয়ে নিয়ে আলোচনা না করে, যাতে করে শিক্ষা ব্যবস্থা এমন করা উচিত যেখানে ছাত্রছাত্রীরা যা শিখে তার যেন বাস্তব বেবহার করতে পারে, এবং রাজনীতিকে এমনভাবে পরিষ্কার করা উচিত যাতে করে মেধাবী এবং শিক্ষিত ছাত্র/ছাত্রীরা রাজনীতিতে যেতে আগ্রহী হয়, ধান্দা করে খাওয়ার ছাত্রছাত্রী নয়।

দেশের রাজনীতিবিদের লজ্জা হওয়া উচিৎ যে, তারা এমনভাবে ব্যর্থ যে শেষে এই তরুণ ছাত্রদেরকেই ডাকতে হলো দেশ চালাতে !!!

আসুন, যেকোনো বেপারেই হোক, আমরা যেন নিরপেক্ষ এবং গঠনমূলক সমালোচনা করি, তাতে আপনার, আমার এবং দেশের কাজে লাগবে !

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles