
বয়সের ছোট এক কিশোরের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন ১৮ বছরের এক তরুণী। সপ্তাহদুয়েক পরই ভারতের মুম্বাইয়ের সিউরির হে বান্ডারে একটি পরিত্যক্ত ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হলো ওই তরুণীর লাশ। ওই তরুণীর মায়ের অভিযোগ, মেয়ের মৃত্যুর পিছনে ওই কিশোরের হাত রয়েছে। অভিযোগের ভিত্তিতে কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৮টার দিকে, ওই ফাঁকা বাড়ি থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়। বাড়ি থেকে পালিয়ে এসে ওই দুইজন পরিত্যক্ত ওই বাড়ির ছয়তলায় থাকতেন। পুলিশের প্রাথমিক অনুমান, তরুণী ছয়তলা থেকে পড়ে গিয়েছেন বা তাকে কেউ ধাক্কা দিয়েছেন।
তবে নিহত তরুণীর মায়ের দাবি, তার মেয়ের মৃত্যুর পিছনে দায়ী ওই কিশোর। তবে কিশোর পুলিশকে জানিয়েছে, দুর্ঘটনার সময় সে শুয়েছিল।এক তদন্তকারী বলেন, “কিশোর জানিয়েছে, ঘুম থেকে ওঠার পর সে তরুণীর খোঁজ করে। নিচের তলায় তার রক্তাক্ত লাশ দেখে ভয়ে কালওয়ায় তার বোনের বাড়ি পালিয়ে যায়।”
তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, বেশ কয়েক বছর ধরে তারা দুইজন প্রেমের সম্পর্কে ছিল। আগেও কয়েকবার এই তারা পালিয়ে গিয়েছিল। ওই কিশোরকে আটক করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।