6.1 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীর গোপনাঙ্গে গরম পানি ঢালল দুই কিশোর

ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীর গোপনাঙ্গে গরম পানি ঢালল দুই কিশোর - the Bengali Times
ধর্ষণ প্রতীকী ছবি

কিশোরীকে ধর্ষণে ব্যর্থ হয়ে গোপনাঙ্গে গরম পানি ঢালার অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলায়।

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দুজন কিশোরকে আটক করে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরী হাসপাতালে ভর্তি। সেখানে তার চিকিৎসা চলছে।

- Advertisement -

এফআইআর থেকে জানা গিয়েছে, অভিযুক্ত এক কিশোরের সঙ্গে সম্পর্ক ছিল ভুক্তভোগীর। সেই কিশোর এবং তার এক বন্ধু কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু কিশোরী বাধা দিলে অভিযুক্তদের মধ্যে একজন তার গোপনাঙ্গে গরম জল ঢেলে দেয়। এর পর কিশোরীকে তার বাড়িতে দিয়ে আসে অভিযুক্তরা। ২৮ আগস্ট দুজনকে আটক করা হয়েছে।

শনিবার কিশোরী এবং তার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলে ত্রিপুরার শিশু সুরক্ষা কমিশন। কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন দুজন প্রাপ্তবয়স্ক। তাদের খোঁজ চলছে। এই ধরনের ঘটনা বন্ধ করা দরকার। দোষীদের কড়া শাস্তির দাবি করছি।’

- Advertisement -

Related Articles

Latest Articles