27.5 C
Toronto
মঙ্গলবার, জুন ১৮, ২০২৪

টরন্টো টু গোয়লন্দ-৩

টরন্টো টু গোয়লন্দ-৩ - the Bengali Times
ফাইল ছবি

১৯৭৫ সালে বঙ্গবন্ধুর আমলে গোয়ালন্দ মহাকুমা যখন প্রথমবার রাজবাড়ী জেলা হিসেবে ঘোষণা করা হয়, জন্ম সনদ ও এসএসসি সার্টিফিকেট অনুযায়ী তখন আমার বয়স ছিল ১১ বছর।

দ্বিতীয়বারের মত ১৯৮৪ সালে এরশাদ সরকারের আমলে যখন গোয়ালন্দ মহাকুমাকে রাজবাড়ী জেলা হিসেবে ঘোষণা করা হয় তখন আমার বয়স জন্ম সনদ ও এসএসসি সার্টিফিকেট অনুযায়ী ২০ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ৩য় বর্ষের ছাত্র। ১৯৯০ সালে যখন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হই তখন আমার বয়স ছিল ২৬ বছর। তার ছয় বছর আগেই গোয়ালন্দ মহাকুমাকে রাজবাড়ী জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

কাজেই গোয়ালন্দ মহাকুমাকে রাজবাড়ী জেলা নামকরণের বিপক্ষে মানসিকভাবে আমাদের অনেকের অবস্হান থাকলেও কার্যত একজন ১১/১২ বছরের বালক বা ২০/২১ বছর বয়সের তরুণের কিছুই করার সামর্থ্য তখন ছিল না। যাদের বর্তমানে ১০/১২ কিংবা ২০/২১ বছর বয়সের সন্তান আছে তাদের অবস্হান বিবেচনা করলেই বিষয়টা পরিস্কার হয়ে যাবে।
বিবেকবোধ সম্পন্ন ও যোগ বিয়োগের হিসাব জানা সকলের অবগতির জন্য আবারও নুতন করে জানানো প্রয়োজন মনে করে পোষ্টটি দিলাম। বাকী কিছু কথা আপাতত বলার প্রয়োজন মনে করছি না।

স্কারবোরো, টরন্টো

- Advertisement -

Related Articles

Latest Articles