28.4 C
Toronto
শনিবার, জুন ২৫, ২০২২

তারপরও আমি চাই খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক …

- Advertisement -
তারপরও আমি চাই খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক … - The Bengali Times
তসলিমা নাসরিন

খালেদা জিয়ার সরকার ১৯৯৪ সালে লোকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছি এই অভিযোগ করে আমার বিরুদ্ধে মামলা করেছিল। গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

আমার লেখা লজ্জা, উতল হাওয়া, ক, সেইসব অন্ধকার একে একে নিষিদ্ধ করেছিল। ছলে বলে কৌশলে আমাকে দেশ থেকে বের করেছিল। দেশে আর প্রবেশ করতে দেয়নি।

তারপরও আমি চাই খালেদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে চায় শুভাকাঙ্ক্ষীরা, নিয়ে যাক। তারপরও আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
(ফেসবুক থেকে সংগৃহীত)

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles