11 C
Toronto
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

নাচে নীতাকে ছাপিয়ে রাধিকার মা, কে এই শায়লা মার্চেন্ট?

নাচে নীতাকে ছাপিয়ে রাধিকার মা, কে এই শায়লা মার্চেন্ট? - the Bengali Times
দুই মায়ের সাথে রাধিকা

মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়েতে মন খুলে নাচলেন মা শায়লা। তার নাচ দেখে তার সঙ্গে অনেকেই অনন্ত আম্বানির মা নৃত্য পটিয়শী নীতা আম্বানির তুলনা করা শুরু করে দিয়েছেন। কেউ কেউ বলছেন, রাধিকার শাশুড়িকে ছাপিয়ে গেছেন তার মা। যদিও নীতা দুর্দান্ত নাচেন।

অনন্ত-রাধিকার বিয়েতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নবদম্পতির জন্য বিশেষভাবে নৃত্য পরিবেশন করছেন কনের মা ও দিদি অঞ্জলি মার্চেন্ট। তারা নিখুঁতভাবে ‘মিথিলা কা কান খিলা’র সুরে নাচ পরিবেশন করেন। গত ১২ জুলাই সাতপাকে বাধা পড়েন এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে।

- Advertisement -

কে এই শায়লা মার্চেন্ট

গুজরাটের কচ্ছে জন্ম নেওয়া শায়লা ভাটিয়া পড়াশোনা করেছেন মুম্বাইয়ের অ্যাক্টিভিটি হাইস্কুলে। তিনি ব্যবসায়ী বীরেন মার্চেন্টকে বিয়ে করেন এবং প্রায় ৩০ বছরের বিবাহিত জীবন তাদের। এই দম্পতি বর্তমানে থাকেন মুম্বাইতেই। শায়লা ও বীরেনের দুই মেয়ে- অঞ্জলি এবং রাধিকা।

শায়লা শুধু একজন ফ্যাশনিস্তা নন, তিনি এনকোর হেলথকেয়ার লিমিটেডের একজন এমডিও। তার মোট সম্পত্তির মূল্য প্রায় ১০ কোটি রুপি। এছাড়াও তিনি অথর্ব ইম্পেক্স প্রাইভেট লিমিটেড, স্বস্তিক এক্সিম প্রাইভেট লিমিটেড এবং হাভেলি ট্রেডার্স প্রাইভেট লিমিটেডসহ কয়েকটি কোম্পানির ডিরেক্টর।

১৯৬৭ সালে জন্ম হয় শায়লার। তার বয়স বর্তমানে ৫৬ বছর। অর্থাৎ নীতা আম্বানির চেয়ে ৪ বছরের ছোট তিনি। মুকেশপত্নীর জন্ম ১৯৬৩ সালে। বর্তমানে বয়স ৬০ বছর।

অনন্ত-রাধিকার প্রেম ও বিয়ে

২০১৮ সালে অনন্ত ও রাধিকার সম্পর্কের খবর মিডিয়ায় প্রকাশ্যে আসে। যদিও তখন কোনো প্রতিক্রিয়া জানায়নি আম্বানি পরিবার। রাধিকাকে আম্বানির বাড়িতে বেশ কয়েকটি বড় অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। অনন্তর বড় বোন ইশার বিয়েতেও হাজির ছিলেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles