7.3 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

‘প্লিজ বউ খুঁজে দিন, ১০ বছর ধরে চেষ্টা করছি’

‘প্লিজ বউ খুঁজে দিন, ১০ বছর ধরে চেষ্টা করছি’ - the Bengali Times

স্ত্রী খুঁজে দেওয়ার আবেদন জানান কৃষক

জনগণের অভিযোগ শুনতে এবং তার সমাধান করার জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল সরকার। একে একে পড়া হচ্ছিল জমা পড়া অভিযোগপত্র। সেখানেই কর্মকর্তারা পেলেন এমন এক আবেদন, যা দেখে হাসবেন না কাঁদবেন বুঝে উঠতে পারলেন না।

এক কৃষক সরকারের কাছে সাহায্যের আবেদন করেছিলেন। তবে তা কৃষিকাজ সংক্রান্ত বিষয়ে নয়। তার বউ চাই। নিজে খুঁজে খুঁজে ক্লান্ত। তাই সরকারের সাহায্য চেয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের কোপ্পাল জেলায়।

- Advertisement -

সঙ্গপ্পা নামের ওই কৃষক অভিযোগপত্রে লিখেছেন, ‘গত ১০ বছর ধরে পাত্রী খুঁজছি। কিন্তু কেউ আমাকে বিয়ে করতে রাজি নয়। এর প্রভাব পড়েছে আমার মানসিক স্বাস্থ্যে। স্যার, প্লিজ বউ খুঁজে দিন। আমার জন্য একটা পাত্রী জোগাড় করে দিন।’ তার এই আবেদন দেখে কর্তব্য়বিমূঢ় হয়ে বসে থাকেন সরকারি কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ জানিয়েছে, ক্যাম্পটির আয়োজন করেছিল জনস্পন্দন। এই ক্যাম্পের মাধ্যমে বহু কৃষক পানির ব্যবস্থা বা রাস্তাঘাটের দাবি জানিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles