10.5 C
Toronto
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

ভালোবাসার অভাবে যে পথ বেছে নিলেন যুবক

ভালোবাসার অভাবে যে পথ বেছে নিলেন যুবক - the Bengali Times

প্রতীকী ছবি

চাঁদপুর শহরের ব্যাংক কলোনী এলাকায় চিরকুট লিখে অজানা উদ্দ্যেশে পাড়ি জমিয়েছেন এক যুবক। নাম তার মো. সালাউদ্দিন মিয়া (৪৫)। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তিনি স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে আনোয়ার হোসেন জেটের বাড়িতে ভাড়া থাকতেন।

মঙ্গলবার (৪ জুন) রাতে শহরের ব্যাংক কলোনী আনোয়ার হোসেন জেটের বাড়িতে সালাউদ্দিন আত্মহত্যা করে।

- Advertisement -

সালাউদ্দিন সদর উপজেলার বিষ্ঞুপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে। পেশায় একটি বেসরকারি কোম্পানির বিক্রয়কর্মী ছিলেন তিনি।

সালাউদ্দিন আত্মহত্যার পূ্র্বে লেখা চিরকুটে কাউকে দায়ী না করেননি। বরং অর্থ ও ভালোবাসার অভাব নিয়ে তার ক্ষোভ ছিল।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম বলেন, সংবাদ পেয়ে রাত ৯টায় ঘটনাস্থল থেকে সালাউদ্দিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles