3.4 C
Toronto
বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২

মার্কিন সংরক্ষণবাদী নীতিতে হতাশ কানাডার বাণিজ্যমন্ত্রী

মার্কিন সংরক্ষণবাদী নীতিতে হতাশ কানাডার বাণিজ্যমন্ত্রী - the Bengali Times

কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি এনজি

বাইডেন প্রশাসনের সংরক্ষণবাদী কিছু নীতির কারণে নিজের হতাশার কথা জানিয়েছেন কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি এনজি। তা সত্ত্বেও বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারের সঙ্গে জোট বাঁধতে এটা তাকে নিরাশ করেনি বলেও জানান তিনি।

মেরি এনজি বলেন, বাইডেনের বিশাল অবকাঠামো বিলে ‘বাই আমেরিকা’ বিষয়টি অন্তর্ভুক্ত করায় তা বিদেশি কোম্পানির লাভজনক প্রকল্পের নিলামে অংশ নিতে বাধা সুষ্টি করবে। কানার্ডিয়ানদের সবচেয়ে ভালো স্বার্থ যাতে রক্ষিত তার প্রতি আমাদের সমর্থন সব সময়ই আছে। এ নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাবো। এটা আমাদের করতেই হবে।

- Advertisement -

এ মাসের শেষ দিকে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবে এ জেনেভা সফরে যান মেরি এনজি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথেরিন টাইও আসন্ন বৈঠকে অংশ নেবেন। টাইয়ের সঙ্গে এ মাসে মুখোমুখী বৈঠকও করেছেন এনজি। বৈঠকে বিশ্ব বাণিজ্য সংস্থাসহ একাধিক ইস্যুতে আলোচনা করেন তারা।

এনজি বলেন, যুক্তরাষ্ট্র ও এর মহাদেশীয় অংশীদার মেক্সিকোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে আমি মনের করি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওবরাডোর আগামী সপ্তাহে মিলিত হতে যাচ্ছেন। এটাই হতে যাচ্ছে গত পাঁচ বছরের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। মহামারির কারণে মহাদেশকে অর্থনৈতিক ধাক্কা সামাল দেওয়ার উপযোগী করতে ট্রাম্প প্রশাসনের সময় স্বাক্ষরিত নতুন নর্থ আমেরিকান বাণিজ্য চুক্তি সহজীকরণের বিষয়ে আলোচনা হবে বৈঠকে। আলোচনা হবে সরবরাহ শৃঙ্খলের সমস্যা সমাধান ও চীনের কাছ থেকে আরও বৈচিত্র্যের প্রত্যাশা নিয়েও।

সম্প্রতি ওয়াশিংটন ও মেক্সিকো সফরের মধ্য দিয়ে এনজি বৈঠকের কিছু প্রস্তুতিমূলক কাজ সারেন। তিনি বলেন, উত্তর আমেরিকার প্রতিযোগিতা সক্ষমতা, একযোগে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, উত্তর আমেরিকাজুড়ে কর্মসংস্থানের মাধ্যমে কোভিড-১৯ থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার সবার জন্যই সাধারণ বিষয় এবং এগুলো নিয়ে আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles