10.1 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বিয়ের আগে সোনা কিনতে চিনুন আসল-নকল

বিয়ের আগে সোনা কিনতে চিনুন আসল-নকল - the Bengali Times
<span style=vertical align inherit><span style=vertical align inherit>File picture<span><span>

Buying gold jewelry for a wedding, choosing a shop from design choices to budgeting is quite difficult. There are always a few things to keep in mind when buying gold. In addition, the buyer can cheat in the blink of an eye. Because gold is not only a symbol of jewelry or aristocracy, this precious metal is also a treasure of the future.

The first thing to understand when buying wedding jewelry is how pure is gold?

- Advertisement -

The purity of gold is measured in carats. Of the four types of gold available, 22 carat, 21 carat and 18 carat gold are used to make jewelry.

24 carat gold is pure gold. In other words, 99.9 percent of this 24 percent gold is pure gold. The amount of pure gold in 22 carat gold is 91.8%.

21 carat gold has a purity of 8 percent and 18 carat gold has a purity of 75 percent. Gold is made of a metal called cadmium. In technical language what we call khad. Usually 22 and 21 carat gold is the most used jewelry. In many cases, jewelry is made of 18 carat gold. Whether gold is genuine or not can be understood primarily by looking at Hallmark. Each piece of jewelry has a number written in gold carats.

This is something to keep in mind when buying gold jewelry for a wedding.

There is a device called spectrometer which is able to accurately tell the amount of ditch in the jewelry. Not just Hallmark, buy after checking the gold alloy on the spectrometer machine. Since the price of wedding jewelry is much higher, you should buy wedding jewelry over time.

সংশ্লিষ্ট দিনে সোনার দাম সমান থাকলেও একই গয়নার দাম বিভিন্ন দোকানে বিভিন্ন রকম হতে পারে। গয়না কেনার আগে কয়েকটি দোকান ঘুরে তার পরেই কিনুন।

মনে রাখবেন, সোনার ওজন ছাড়াও যেসব গয়নায় যত বেশি নকশা হবে, খরচ তত বেশি বাড়বে। যদি সোনার ওপরে কোনো পাথর বা রত্ন বসানো থাকে, তবে তার দামও পাল্লা দিয়ে বেড়ে যায়। তাই বিয়ের গয়না কেনার ক্ষেত্রে এ বিষয়টিতে অবশ্যই নজর দিতে হবে। সেই ক্ষেত্রে সোনার পাশাপাশি সংশ্লিষ্ট রত্ন বা পাথরের মান নির্ণয় করতে ভুলবেন না। সবশেষে বিয়ের গয়নার ভবিষ্যৎ। বেশির ভাগ ক্ষেত্রেই বিয়ের গয়না ঠাঁই পায় লকারে। বিয়ের গয়না ভারী হলে, তা হয়তো আর কখনও পরাই হয় না।

বাঙালির রীতি অনুযায়ী, প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকার সূত্রে ওই গয়নার দাবিদার হন। তবে সময় বদলেছে। বিয়েতে কেনা বা পাওয়া সোনার গয়না এখন লগ্নিও বটে! এমন গয়নাই কেনা উচিত, যা পরবর্তী সময়ে ব্যবহার করা যাবে। আর একান্তই যদি লগ্নির লক্ষ্য থাকে তবে অবশ্যই বাজার যাচাই করে তবেই গয়নায় বিনিয়োগ করুন।

Source: Anandabazar

- Advertisement -

Related Articles

Latest Articles