15.7 C
Toronto
সোমবার, মে ২৭, ২০২৪

‘পূবাইলে আমাদের সংসার ছিল’, বিয়ে প্রসঙ্গে বুবলী

‘পূবাইলে আমাদের সংসার ছিল’, বিয়ে প্রসঙ্গে বুবলী
বুবলী ও শাকিব খান ডানে

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী গোপনে বিয়ে করেছিলেন ২০১৮ সালে। বিয়ের দুই বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্রসন্তান। সময়ের সাথে সাথে এই দম্পতির মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। একপর্যায়ে যা গড়ায় বিচ্ছেদের সিদ্ধান্তে।

যদিও আনুষ্ঠানিকভাবে এখনো বিচ্ছেদ হওয়া বাকি, তবে বহুদিন ধরেই এক ছাদের নিচে থাকছেন না শাকিব-বুবলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে বিয়ে ও সংসার নিয়ে কথা বলতে দেখা গেছে এই নায়িকাকে। বুবলী জানান, তাদের বিয়ের বয়স ছয়-সাত বছর। পূবাইলে দুজনের সংসার ছিল, যা অনেকেই জানত।

- Advertisement -

একটি বেসরকারি টেলিভিশনে ঈদপূর্ববর্তী দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান বুবলী। এরই মধ্যে প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে। মঙ্গলবার প্রচারিত হয়েছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এবার তিনি বিয়ে নিয়ে মুখ খুলেছেন।

সেখানে নিজের, শাকিব খান-অপু বিশ্বাস এবং দুই ভাই বীর ও জয়কে নিয়ে নানা ধরনের অনুভূতি প্রকাশ করেছেন নায়িকা।
বিয়ে প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমাদের বিয়ে পূবাইলে শাকিব খানের বাড়িতেই হয়েছে। কাজি ছিলেন। আমাদের বিয়ের বয়স ছয়-সাত বছর। পূবাইলে আমাদের সংসার ছিল।

ওখানকার সবাই জানেন। কাছের ডিরেক্টর-প্রোডিউসার সবাই জানেন। আর যা ছড়ানো হচ্ছে, তার আসলে কোনো ভিত্তি নেই। সবটাই গুজব।’

মোহরানার প্রসঙ্গে বুবলী বলেন, বিয়ের কিছুদিন পরই মোহরানা শোধ করে দিয়েছেন শাকিব। বিয়ের পর তাজমহল-আজমির শরিফ যাওয়া হয়েছে। আমরা যেহেতু ব্যস্ত থাকি, সেহেতু যখন একসঙ্গে বসে খাবার খেতাম, সেই ক্ষণটিও আমাদের জন্য অনেক সুন্দর সময় হয়ে যেত।’

অনুষ্ঠানে উঠে আসে পরী মনির প্রসঙ্গও। বুবলী বলেন, ‘একজন মায়ের আবেগ, সন্তানকে নিয়ে সংগ্রামের গল্প যদি কারো সঙ্গে মিলে যায়, আর সেটা নিয়ে যদি কেউ কটাক্ষ করেন, সেটা খুবই দুঃখজনক ব্যাপার।’

এর আগের পর্বে বুবলী দাবি করেন, শাকিব ও তাঁর বিচ্ছেদ হয়নি। বুবলীর ভাষ্য মতে, ‘আমরা টাইম নিচ্ছি। আমাদের ডিভোর্স হয়নি। একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি হয়। শেহজাদকে নিয়ে একা সংগ্রাম করছি। সেখান থেকে সন্তানের বাবা হিসেবে তাকে কখনো অসম্মান করিনি। আমি কখনোই আক্রমণ করিনি, বরং সব সময় কিছু হলে তার জবাব দিয়েছি। আমি চাই বীর সুস্থ পরিবেশে বেড়ে উঠুক। গণমাধ্যমে একটি খবর এসেছিল, শাকিবের বাসা থেকে আমাকে বের করা হয়েছিল। কিন্তু এটা কখনোই ঘটেনি। শাকিবের বাসার সবাই আমাকে সম্মান করে।’

- Advertisement -

Related Articles

Latest Articles