8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিয়ের কথা বলে গৃহবধূকে বাড়িতে এনে বর উধাও

বিয়ের কথা বলে গৃহবধূকে বাড়িতে এনে বর উধাও - the Bengali Times

পাবনার ঈশ্বরদী ওয়াক্তিয়া মসজিদের ইমাম আসলাম শাহ্‌র সঙ্গে পাশের গ্রামের এক গৃহবধূর বিয়ে হওয়ার কথা ছিল। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা, জামায়াতে ইসলামীর এক নেতা ও পুলিশের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী এমন কথা পাকাপাকি হলেও অন্যের স্ত্রীকে ভাগিয়ে বাড়িতে এনে পালিয়ে গেছেন বর আসলাম শাহ।

- Advertisement -

ঘটনাটি ঘটেছে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী শাহপাড়ায়। তবে ইমাম উধাও হওয়ার পর ওই গৃহবধূকে তার মা নিজের কাছে নিয়ে গেছেন। স্বামী তাকে আর স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

বহরপুর গ্রামের ওই গৃহবধূর সঙ্গে আসলাম শাহর দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসলাম তাকে বিয়ে করবেন এমন আশ্বাস দিয়ে শনিবার নিজ বাড়িতে নিয়ে আসেন। এ খবর পেয়ে প্রতিবেশীরা বিক্ষুব্ধ হলে সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস এবং ইউপি মেম্বার হাফিজুর রহমান পরিস্থিতি শান্ত করেন। পরে পুলিশ এলে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয় আনুষ্ঠানিকভাবে তাদের দু’জনের বিয়ে দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী ওই গৃহবধূকে আসলামের বাবা আশরাফের জিম্মায় রাখা হয়। এদিকে সোমবার থেকে ইমাম আসলাম বাড়ি থেকে পালিয়ে যান। বাধ্য হয়ে ওই গৃহবধূকে তার মা বাড়িতে নিয়ে গেছেন।

সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস ও ইউপি মেম্বার হাফিজুর রহমান বলেন, ঘটনাটি মীমাংসার জন্য আসলামকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। তার আগেই তিনি পালিয়েছেন। মেয়েটিকেও তার মা নিয়ে গেছেন।

এ বিষয়ে আসলামের বাবা আশরাফ শাহ বলেন, সবার সম্মতি ও সিদ্ধান্ত অনুযায়ী আমার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে মেয়েটিকে আমার জিম্মায় রেখেছিলাম। এরপর আমার ছেলে কেন পালালো তা আমি জানি না।

- Advertisement -

Related Articles

Latest Articles