20.9 C
Toronto
মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪

মর্টগেজ পরিশোধ করতে না পারা কানাডিয়ানের হার বেড়ে দ্বিগুন

মর্টগেজ পরিশোধ করতে না পারা কানাডিয়ানের হার বেড়ে দ্বিগুন
অ্যাঙ্গাস রিড চলতি মাসে অনলাইনে ১ হাজার ৮৭৮ জন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি পরিচালনা করে তাতে দেখা গেছে ১৫ শতাংশ মর্টগেজধারীর জন্য তাদের কিস্তি পরিশোধ কঠিন হয়ে পড়েছে মার্চে পরিচালিত সমীক্ষায় এ হার ছিল ৮ শতাংশ

মাসিক মর্টগেজের অর্থ পরিশোধে হিমশিম খেতে হচ্ছে বলে যেসব কানাডিয়ান মন্তব্য করেছেন তাদের সংখ্যা মার্চের তুলনায় বেড়ে দ্বিগুন হয়েছে। সোমবার প্রকাশিত নতুন এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
অ্যাঙ্গাস রিড চলতি মাসে অনলাইনে ১ হাজার ৮৭৮ জন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি পরিচালনা করে। তাতে দেখা গেছে, ১৫ শতাংশ মর্টগেজধারীর জন্য তাদের কিস্তি পরিশোধ কঠিন হয়ে পড়েছে। মার্চে পরিচালিত সমীক্ষায় এ হার ছিল ৮ শতাংশ।

তবে অন্টারিওর যেসব বাসিন্দার মর্টগেজ রয়েছে তাদের মধ্যে কিস্তি পরিশোধে হিমশিম খাওয়া মানুষের হার অনেক বেশি। অন্টারিওতে এ হার ১৬ শতাংশ। মর্টগেজের কিস্তি পরিশোধ যাদের কাছে সত্যিই খুবই কঠিন অন্টারিওর বাসিন্দাদের মধ্যে তাদের হার ৩৭ শতাংশ। জাতীয়ভাবে যেখানে এ হার ৩০ শতাংশ।

- Advertisement -

সমীক্ষার ফলাফল অনুযায়ী, প্রতি পাঁচজনের মধ্যে চারজন কানাডিয়ান মর্টগেজ নবায়নের সময় সুদের হার বাড়বে বলে উদ্বেগে রয়েছেন। আগামী ১২ মাসের মধ্যে যারা নবায়ন করতে যাচ্ছেন তাদের সিংহভাগ অর্থাৎ ৫৭ শতাংশ এ নিয়ে খুবই উদ্বিগ্ন। কারণ, তাদের মাসিক কিস্তি পরিশোধ উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাবে।

সমীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক কানাডিয়ান বলেছেন, তাদের আর্থিক অবস্থা এক বছর আগের তুলনায় খারাপ হয়েছে। এখন থেকে এক বছরের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হবে বলে ধারণা করছেন সমীক্ষায় অংশ নেওয়া ৩৫ শতাংশ কানাডিয়ান।

দশ দফা সুদের হার বৃদ্ধির পর ব্যাংক অব কানাডা তাদের নীতিনির্ধারণী সুদের হার ৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। গত সেপ্টেম্বরে অপরিবর্তিত রাখার এই ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক অব কানাডা সে সময় বলেছিল. তবে ভবিষ্যতে সুদের হার বাড়ানোর বিষয়টি বাতিল করে দিচ্ছে না তারা।

জুলাই ও আগস্ট উভয় মাসেই বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়েছিল। তবে সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ৩ দশমিক ৮ শতাংশে নেমে আসে।

- Advertisement -

Related Articles

Latest Articles