8.8 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

প্রথমবারের মতো মহাকাশে চীনা নারী নভোচারী

প্রথমবারের মতো মহাকাশে চীনা নারী নভোচারী - the Bengali Times
ওয়াং ওয়াপিং

প্রথমবারের মতো মহাকাশে হাঁটলেন কোনো চীনা নারী নভোচারী। গড়লেন বিশ্ব রেকর্ডও। ওয়াং ওয়াপিং নামে ওই চীনা নারী রোববার (৭ নভেম্বর) ‘শেনঝৌ ১৩’ মহাকাশযান থেকে নেমে প্রথমবার হাঁটেন অরবিটাল স্টেশনে। এ সময় তার সঙ্গে ছিলেন আরও এক সহকর্মী।

মহাকাশে পাড়ি জমিয়েছেন এমন নভোচারীর সংখ্যা নেহাত কম নয়। বেশ কয়েক বছর ধরে মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে চীনও। এরই ধারাবাহিকতায় এবার মহাকাশ গবেষণায় আরও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এক চীনা নারী নভোচারী।

- Advertisement -

প্রথম নারী নভোচারী হিসেবে হাঁটলেন মহাকাশের চীনা অববিটাল স্টেশনে, গড়লেন বিশ্ব রেকর্ড।

শেনঝৌ ১৩ মহাকাশযান থেকে বের হয়ে অরবিটাল স্টেশনে হাঁটার সময় ৪১ বছর বয়সী ওয়াং ওয়াপিং এর সঙ্গে ছিলেন তার আরও এক সহকর্মী। ঝাই ঝিগাং নামে ৫৫ বছর বয়সী ওই সহকর্মীই নেতৃত্ব দেন তাকে। মহাকাশে নেমে পৃথিবীতে সঙ্গে যোগাযোগ করেন তারা। জানান, দুজনেই সুস্থ এবং নিরাপদ আছেন।

ওয়াপিং ও তার সহকর্মী মূলত মহাকাশযানের সঙ্গে পাঠানো একটি রোবোটের হাত ও পায়ের কার্যকারিতা পরীক্ষা ও সেটির মধ্যে সংযোগ স্থাপন করবেন।

গত ১৬ অক্টোবর শেনঝৌ ১৩ মিশন শুরু করেন ওয়াং ওয়াপিং ও ঝাই ঝিগাং। চীনের তিয়ানগং স্পেস স্টেশন থেকে প্রতিনিয়ত তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles