11.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

‘হাবিবি’ প্রকাশ করেও যে কারণে মন খারাপ ফারিয়ার

 

‘হাবিবি’ প্রকাশ করেও যে কারণে মন খারাপ ফারিয়ার - the Bengali Times
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’র পর আজ রোববার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কণ্ঠে নতুন গান ‘হাবিবি’ মুক্তি পেলো। পপ অ্যারাবিক ফিউশন ঘরানার গানটি ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

- Advertisement -

ব্যায়বহুল মিউজিক ভিডিওটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন ফারিয়া। অনলাইন, অফলাইনে গানটির প্রচার-প্রচারণায় দারুণ সরব ছিলেন তিনি। প্রকাশের পরপরই দারুণ সাড়াও মিলেছে গানটিতে। এরইমধ্যে প্রায় লাখ খানেক দর্শক গানটি দেখেছেন।

সাড়ে তিন মিনিটের এই গানচিত্রে বরাবরের মতোই লাস্যময়ী রূপে হাজির হয়েছেন নুসরাত ফারিয়া। সুর তুলে বলেছেন, ‘বেবি বেবি, হবে কি আমার হাবিবি…।’

নূর নবীর কথায় গানটির সুর-সংগীত করেছেন আবিদ কবির, আর ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

এদিকে গানটি প্রকাশের পর মন খারাপের কথা জানালেন ঢাকাই ছবির এ নায়িকা। বললেন, ‘টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। কারণ অনুসন্ধানে কাজ করছি। ভারত থেকে কোনো সমস্যা হচ্ছে না, সমস্যাটা হচ্ছে বাংলাদেশে। এ জন্য কিছুটা মন খারাপ। দর্শকদের বলবো, সমস্যাটা নিশ্চয়ই সাময়িক। নিশ্চয়ই সমস্যা কাটিয়ে উঠবো আমরা।’

- Advertisement -

Related Articles

Latest Articles