16.1 C
Toronto
বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

এই সুন্দরী নারী কিন্তু একজন পুরুষ!

এই সুন্দরী নারী কিন্তু একজন পুরুষ!
নারীর সাজে প্রারব্ধি সিংহ

ছবিতে দেখা যাচ্ছে একজন সুন্দরী নারী, যার দিকে তাকালে চোখ ফেরানো যায় না। লাল শার্টিনের শাড়ি, কাঁধ অবধি লম্বা চুল, ঠোঁটে লাল রঙের লিপস্টিক— এই সুন্দরীকে চেনেন? নেটিজেনরা এই নারীকে নিয়ে কৌতুহল দেখাচ্ছেন। তবে শুনলে বিস্মিত হবেন যে ইনি নারী নন।

মূলত কলকাতার একটি সিরিয়ালের জন্য এই সাজ নিতে হয়েছে অভিনেতা প্রারব্ধি সিংকে। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মিশকা সেজেছেন সেনগুপ্ত পরিবারের ছেলে জয় সেনগুপ্ত। গল্পে আসল মিশকাকে জেলে যেতে হয়, তাই জয় সেনগুপ্তকে সাজ নিতে হয় নারীর।

- Advertisement -

প্রারব্ধি বলেন, গল্পের জন্যই মিশকা সাজা আমার। বাড়ির বাচ্চারা খুব ভয় পেয়ে আছে। কারণ, তারা জানতে পেরেছে, মিশকা জেল থেকে ছাড়া পেয়েছে। তখনই ওদের বোঝাতে দীপা, আমি আর সূর্য মিলে একটা নাটক করছি। এ জন্যই এই সব সাজ। আমার বেশ ভালোই লেগেছে। এই প্রথম নিজেকে এমন অন্য ভাবে দেখলাম, তাই আরও ভালো লাগছে।

সিরিয়ালে নিজের নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন অভিনেতা। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, একদম মিশকার মতো।

তাঁর সহ-অভিনেতা প্রীতম দাস মন্তব্য করেছেন, “বাইসেপওয়ালা মিশকা।” কিছু দিন আগে প্রীতমকেও দর্শক দেখেছিলেন এমনই একটি রূপে। ‘রাঙা বউ’ সিরিয়ালে মহিলার সাজে সেজে দর্শকের সামনে হাজির হয়েছিলেন অভিনেতা।

সূত্র-আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles