7.9 C
Toronto
সোমবার, মে ২৩, ২০২২

‘মানিকে মাগে হিতে’ এবার ইংরেজিতে! প্রশংসায় ভাসছেন এমা

- Advertisement -
‘মানিকে মাগে হিতে’ এবার ইংরেজিতে! প্রশংসায় ভাসছেন এমা - The Bengali Times
ফাইল ছবি

চলতি বছরের মে মাসে ফেসবুক-ইউটিউবে ছড়িয়ে পড়েছিল সিংহলী গান ‘মানিকে মাগে হিতে’। সাত মাস পরও মলিন হয়নি সুর। সহজ সুরে বাঁধা এ গানের মুগ্ধতা কাটেনি এখনও। বরং দেশের গণ্ডি পার হয়ে তা ছড়িয়ে পড়েছে বহু দিকে।

শ্রীলঙ্কার ইয়োহানি দি সিলভার গাওয়া এই গান এ বার ইংরেজি ভাষায় গাইলেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স। সুর, তাল এক রেখেই নিজের মতো করে এই গান সাজিয়েছেন এমা। ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিন লাখ মানুষ সেটি দেখে ফেলেছেন। এমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

- Advertisement -

এর আগে ভাইরাল হয়েছিল ‘মানিকে মাগে হিথে’র আরও একটি সংস্করণ। যাকে র‌্যাপ সংস্করণও বলা যেতে পারে। সেটি গেয়েছিলেন আমেরিকার গায়ক এরিক হেনরি হেইনরিক্স। এরিক শ্রীলঙ্কায় থাকেন। মিউজিক ভিডিওসহ ‘মানিকে মাগে হিথে’র র‌্যাপ সংস্করণটি ইউটিউবে প্রকাশ করেছিলেন তিনি।

ইয়োহানির গান নিয়ে শ্রোতারা বলেছেন, ওই গান কানের পক্ষে আরামদায়ক। আর সেই কারণেই শ্রীলঙ্কার গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বে রাজত্ব করতে পেরেছে তা। কিন্তু এমা হিস্টার্স ইংরেজি শব্দ জুড়ে গানে যে মোচড় এনেছেন, তা শুনে সবাই অবাক। অনেকে এও দাবি করছেন, এমার গান ‘মানিকে মাগে হিথে’র মূল সংস্করণকেও ছাপিয়ে গেছে।

এরও আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘মানিকে মাগে হিথে’ গানের বাংলা পূজার গানের ভার্সন। সিংহলী গানের সঙ্গে যোগ করা হয়েছে বাংলা গানের কথা। গানের কথা লিখেছেন অম্লান লাহিড়ি। গানটি গেয়েছেন দেবত্রয়ী।

ইয়োহানির ম্যাজিক থেকে নিজেকে দূরে রাখতে পারেননি বলিউড সুপারস্টার সালমান খানও। নেপথ্যে ‘বিগ বস ১৫’।

‘বিগ বস ১৫’ শুরুর প্রথম দিন থেকেই নজর কেড়ে নিয়েছে। তবে গত ৯ অক্টোবর যে চমক দেন সালমান খান, তার আগে থেকে আন্দাজই করা যায়নি। বিগ বসে বিশেষ অতিথি হিসেবে শো মাতাতে হাজির হন ইয়োহানি। সেই মঞ্চে দাঁড়িয়ে ইয়োহানিকে পাশে নিয়ে ‘মানিকে মাগে হিথে’র সঙ্গে গলা মেলান সালমান। আর গান গাইতে গিয়ে হোঁচট খেয়ে, ইয়োহানির কাছ থেকে নতুন করে গান শিখেও নেন বলিউডের দাবাং খান!

‘মানিকে মাগে হিতে’ একটি সিংহলী ছবির গান। গত বছরে ছবিটি মুক্তি পায়। চলতি বছরে ইওহানি দি সিলভা গানটি নতুন করে গেয়েছেন। এর পরেই চর্চা শুরু হয় এই গান নিয়ে। ইতোমধ্যেই এই গানের নানা সংস্করণ নেটমাধ্যমে এসেছে। যত দিন যাচ্ছে, ততই যেন বাড়ছে এই গানের জনপ্রিয়তা।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles