2 C
Toronto
শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

দুর্গা বেশে নাচ, সমালোচনার মুখে নুসরাত

দুর্গা বেশে নাচ, সমালোচনার মুখে নুসরাত
নুসরাত জাহান

সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না নুসরাত জাহানের। সেই ফ্ল্যাট কাণ্ডে আর্থিক প্রতারণার অভিযোগে ইডির দফতরে হাজিরা দেওয়া থেকে শুরু। এবার মহালয়া অনুষ্ঠানে ফের সমালোচনার মুখে। লাল পাড় সাদা শাড়ি হাতে পদ্ম, এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু ব্লাউজ নেই অভিনেত্রীর।

ব্লাউজ ছাড়া ত্রিশূল হাতে দেবী দুর্গার বেশে নুসরাতের নাচ দেখে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। মহালয়ার মতো অনুষ্ঠানে এরকম সাজ বাঙালির আবেগে আঘাত করেছে বলে দাবি নেটিজেনদের একাংশের।

- Advertisement -

সিঁথিতে সিঁদুর, নাকে বড় সাইজের নোলক, কপালে টিপ আর হালকা মেকআপে মহালয়ার ভিডিও নুসরাত তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিও পোস্ট করতেই ধেয়ে এসেছে কটাক্ষ। ফ্ল্যাট কাণ্ডকে টেনে প্রতারক বলে খোঁচা দিয়েছেন। কেউ আবার নির্লজ্জ বলেও আক্রমণ করেছেন। তবে নুসরাতের ভক্তরা তাকে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তার লুকের প্রশংসাও করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles