21.8 C
Toronto
সোমবার, মে ২৯, ২০২৩

আমার মনেহতো মা পর্ন সাইট চালায় : সারা

আমার মনেহতো মা পর্ন সাইট চালায় : সারা - the Bengali Times
মায়ের সঙ্গে সারা আলী খান

বলিউডের আলোচিত তরুণ অভিনেত্রী সারা আলী খান। অভিনয় ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার বার ভাইরাল হন তিনি। সম্প্রতি মা-বাবাকে নিয়ে অবাক করার মতো তথ্য ফাঁস করেছেন এই অভিনেত্রী।

সারার ভাষ্য, ছোটবেলায় মনে হতো তার মা-বাবা মানুষ হিসেবে অত্যন্ত নেতিবাচক। সাইফের ‘ওমকারা’ আর অমৃতা অভিনীত ‘কলিযুগ’ ছবি দুটি দেখার পর এমন ধারণা ছোট্ট সারার মনে জন্মেছিল। কেননা ছবি দুটি দেখার পর খুব বিরক্ত বোধ করেছিলেন তিনি। সারার মনে হতো, মা পর্ন সাইট চালায় আর বাবা শুধুই গালাগালি দেয়। সেই বছর দুজনকেই নেগেটিভ চরিত্রের জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

- Advertisement -

প্রসঙ্গত, অমৃতা সিং-কে ভালোবেসে ১৯৯১ সালে বিয়ে করেছিলেন সাইফ আলী খান। তাদের দুই সন্তান- কন্যা সারা আর পুত্র ইব্রাহিম। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তখন সারার বয়স মাত্র নয় বছর। মায়ের কাছেই বেড়ে ওঠেন তিনি। এদিকে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। সেই ঘরেও দুই পুত্রসন্তানের জনক তিনি। সাইফিনা দম্পতির দুই ছেলের নাম তৈমুর ও জাহাঙ্গীর।

- Advertisement -

Related Articles

Latest Articles