
ভোক্তা মূল্যসূচক প্রতিবেদনে গত মাসে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে মনে করছেন পূর্বাভাসদাতারা। এটা এক বছর ধরে মূল্যস্ফীতি হ্রাসের বিপরীত ইঙ্গিত।
জুনে কানাডার বার্ষিক মূল্যস্ফীতির হার ২০২১ সালের মার্চের পর প্রথমবারের মতো লক্ষ্যের মধ্যে চলে এসেছে। জুনে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশ।
কিন্তু অর্থনীতিবিদরা মনে করছেন উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে এ জয় দীর্ঘস্থায়ী হবে না। অন্তর্নিহিত কিছু মূল্য চাপ মূল্যস্ফীতির হার দুই শতাংশ লক্ষ্যের মধ্যে আনতে কিছুটা সময় নেবে।
বিএমওর প্রধান অর্থনীতিবিদ ডগলাস পর্টার বলেন, আমার মনে হয় মূল্যস্ফীতি কমানোর সহজ পর্বটির অবসান হয়েছে। এখন কঠিন পর্বটি সামনে আসছে।
বিএমও এর্ব সিআইবিসি উভয়েই মনে করছে জুলাইয়ে মূল্যস্ফীতির হার ৩ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। এর কারণ মূলত গ্যাসোলিনের উচ্চ মূল্য। যুক্তরাষ্ট্রেও গত মাসে একইভাবে মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে দেশটির বার্ষিক মূল্যস্ফীতির হার ৩ দশমিক ২ শতাংশে উন্নীত হয়েছে। জুনে দেশটির মূল্যস্ফীতির হারর ছিল ৩ শতাংশ।
পর্টার বলছেন, গত বছর গ্যাসোলিনের মূল্যহ্রাস মূল্যস্ফীতি কমাতে সাহায্য করলেও এর বর্ধিত মূল্য মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে।
জুলাইয়ের প্রতিবেদনে মূল্যস্ফীতির জার বৃদ্ধি নিশ্চিতভাবেই ব্যাংক অব কানাডাকে অবাক করবে না। সর্বশেষ পূর্বাভাসে তারা বলেছে, আগামী বছর মূল্যস্ফীতির হার ৩ শতাংশের আশপাশে থাকবে। এরপর ২০২৫ সালে মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যের মধ্যে চলে আসবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন এই পূর্বাভাস গভর্নিং কাউন্সিলকে জুলাইয়ে নীতিনির্ধারণী সুদের হার আরেক দফা বাড়াতে উদ্বুদ্ধ করেছে। এ দফায় সুদের হার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি করে ব্যাংক অব কানাডা। ব্যাংক অব কানাডার নীতি নির্ধারণী সুদের হার দাঁড়িয়েছে বর্তমানে ৫ শতাংশ, ২০০১ সালের পর যা সর্বোচ্চ।