20.1 C
Toronto
সোমবার, অক্টোবর 2, 2023

প্রেমিকাকে ১০ মিনিট ধরে চুমু খেয়ে কানের পর্দা ফাটল তরুণের

প্রেমিকাকে ১০ মিনিট ধরে চুমু খেয়ে কানের পর্দা ফাটল তরুণের
ছবি সংগৃহীত

চীনের পূর্ব ঝেজিয়াং প্রদেশে স্থানীয়ভাবে আয়োজিত ভালোবাসা দিবস উদযাপন করছিলেন এক যুগল। বসেছিলেন ওয়েস্ট লেকের পাশে। আবেগঘন আলিঙ্গনে আবদ্ধ হতে মুহূর্ত লাগেনি তাদের। একটু পর তা গড়ায় চুমুতে। টানা ১০ মিনিট ধরে চুমু খাচ্ছিলেন তারা। কিন্তু হঠাৎ ছন্দপতন।

প্রেমিকাকে দীর্ঘ চুমু খাওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হলো তরুণ প্রেমিককে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

- Advertisement -

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২২ আগস্ট প্রেমিকাকে চুমু খাওয়ার সময় ওই তরুণ শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। তিনি জানান, চুমু খাওয়ার সময় তিনি একটি বুদবুদ শব্দ শুনতে পেয়েছিলেন। এ সময় বাম কানে ব্যথাও অনুভব করেন তিনি। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকেরা জানান, ওই তরুণের কানের পর্দা ফেটে গেছে। তাকে ওষুধ দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ সুস্থ হতে দুই মাস সময় লাগবে।

কিন্তু ঠিক কী কারণে কানের পর্দা ফাটল জানতে চাইলে তারা বলেন, আবেগঘন চুমু কানের ভেতরে বায়ুচাপের দ্রুত পরিবর্তন ঘটাতে পারে। এটি সঙ্গীর ভারী শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সম্পর্কিত, যা ভারসাম্যহীনতা সৃষ্টি করে ও কানের পর্দা ফেটে যেতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles