12.9 C
Toronto
রবিবার, মে ২৬, ২০২৪

জয়া-সৃজিতের সম্পর্ক কীভাবে দেখছেন, জানালেন মিথিলা

জয়া-সৃজিতের সম্পর্ক কীভাবে দেখছেন, জানালেন মিথিলা
জয়া আহসান সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলা

পাঁচ বছর পর দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে ফের জুটি বেঁধে কাজ করবেন কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। একসময় প্রেমের সম্পর্ক থাকায় এই জুটিকে নিয়ে এখনো টালিপাড়ায় নানা গুঞ্জন শোনা যায়। সম্প্রতি এ বিষয়টি নিয়ে কথা বলেছেন সৃজিতপত্নী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

সম্প্রতি ভারতের সংবাদমধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া-সৃজিতের সম্পর্কের বিষয়টি কীভাবে দেখছেন, সে বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

- Advertisement -

জয়ার সঙ্গে সৃজিতের প্রেমের গুঞ্জন নিয়ে মিথিলা বলেন, ‘সে তো কতজনের সঙ্গেই কত কিছু শোনা গেছে। সবাইকে বাদ দিলে আর কাউকে কাজের জন্য পাবে না। অতীতে কারও সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, তবে আর কাজ করবেন না সেটি তো নয়। কাজটা তো কাজই। এটা নিয়ে আমার আসলে কোনো ভাবনা নেই।’

সাবেকের সঙ্গে সৃজিতের কাজ করাকে কীভাবে দেখছেন- এর জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আসলে এগুলো আমার জন্য খুবই অবান্তর প্রশ্ন। আমি জয়া আপাকে অনেক আগে থেকে চিনি, সৃজিতেরও আগে। আমি যদি ঝামেলা করি, তা হলে তো কাজই হবে না। আমি এসব নিয়ে ঝামেলা করি না, করবও না (হাসি)।’

বিয়ের তিন বছর হয়ে গেছে জানিয়ে মিথিলা বলেন, ‘এখন এই সম্পর্কটা স্টেবল। এসব আর ভাবি না। আর এসব নিয়ে রাগ করে কী করব! এতে কার কী লাভ! কারোর কোনো লাভ হয় না। কারোর অতীত আমি তো বদলাতে পারব না, সেটি নিয়ে রাগ করে লাভ নেই। তার থেকে বর্তমানে ভালো থাকি।’

এ ধরনের গুঞ্জনে মেয়ে আয়রার ওপর কোনো প্রভাব পড়ে কি না- জানতে চাইলে সৃজিতপত্নী বলেন, ‘এখন পর্যন্ত ও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়, ও খবরের কাগজও সেভাবে পড়ে না। তাই এসব থেকে এখনো ও দূরে। তবে ১০ বছর হয়ে গেছে, এবার তো ও ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় আসবে, খবরের কাগজ পড়বে। তাই আমি মাঝে মধ্যে চিন্তিত হয়ে পড়ি। মাঝে মাঝে রাগ হয়, এ ধরনের খবর করার আগে কেউ ভাবে না।’

তবে এসব খবরে কিছুই যায় আসে না জানিয়ে মিথিলা আরও বলেন, ‘ব্যক্তিগত জীবনটা একান্তই আমার। তবে ওকে যেভাবে বড় করছি, তাতে আমি চেষ্টা করব বোঝানোর যে সোশ্যাল মিডিয়ায় কীভাবে কাজ হয়। কিন্তু ও স্কুলে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, নানান কথা শুনবে। পরে যাতে সবকিছু সামলাতে পারে, সেভাবেই বড় করছি ওকে। ওর সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাকে ও সবটাই বলতে পারে।’

জানা গেছে, সৃজিতের ‘দশম অবতার’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে জয়াকে। এই সিনেমার জন্য প্রথমে শুভশ্রীকে বেছে নিলেও নায়িকা অন্তঃসত্ত্বা হওয়ায় মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নিয়েছেন নির্মাতা।

জয়া ছাড়া ‘দশম অবতার’ সিনেমায় আরও অভিনয় করবেন- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles