5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কারাগারে হেফাজতের সাবেক যুগ্ম-মহাসচিব

৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কারাগারে হেফাজতের সাবেক যুগ্ম-মহাসচিব - the Bengali Times
মাওলানা মুহাম্মদ ছলিম উল্লাহ

ইসলামি শরিয়াভিত্তিক ও সুদমুক্ত প্রতিষ্ঠানের কথা বলে গ্রাহকের ৫ কোটি টাকা আত্মসাত মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ ছলিম উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক কামরুন নাহার রুমি এ আদেশ দেন।

- Advertisement -

চট্টগ্রাম জেলা পুলিশ আদালতের পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ‘গ্রাহকের সাথে প্রতারণা করে ৫ কোটি টাকা আত্মসাত মামলায় মাওলানা ছলিম উল্লাহর জামিন আবেদন নাকচ করেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

জানা যায়, ইসলামি শরিয়া ভিত্তিক এবং সুদমুক্ত প্রতিষ্টানের কথা বলে ২০০৭ সালে মাওলানা ছলিম উল্লাহ ‘এহসান সোসাইটি’ নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের চালু করেন। তিনি ফটিকছড়ি নাজিরহাট বড় মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হওয়ায় স্থানীয়রা বিশ্বাস করে টাকা জমাতে শুরু করে। শুরুতে গ্রাহকদের বলা হয় ছয় বছরে দ্বিগুণ বা ইসলামি শরিয়া মোতাবেক কমবেশি টাকা দেয়া হবে। কিন্তু পরবর্তী সময়ে মেয়াদপূর্তি দুই বছর বাড়িয়ে আট বছর করা হয়। আট বছর অর্থ লেনদেন করার পর গ্রাহকদের ডিপিএসের মেয়াদ পূর্ণ হওয়ার শেষ মুহূর্তে প্রতিষ্ঠানের কর্তারা গা ঢাকা দেন।

তারা প্রায় এক হাজার ৬০০ জন গ্রাহকের পাঁচ কোটি টাকা আত্মসাত করে। এ অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বরে মাওলানা ছলিম উল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন আসাদুজ্জামান নামে এক গ্রাহক। ওই মামলায় গত ৩০ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

- Advertisement -

Related Articles

Latest Articles