5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আন্দোলন বন্ধ হয়নি

আন্দোলন বন্ধ হয়নি
স্বাধীনতার পর থেকে কখনোই দেশ আন্দোলন মুক্ত ছিল না

স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। জাসদ, সর্বহারা পার্টি ছিল পুরোভাগে।
জিয়াউর রহমান সাহেবের সময় আওয়ামী লীগ, জাসদ তথা দশ দলীয় জোট সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্বে।

এরশাদ সাহেবের সময় আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ ২২ দলীয় জোট পুরোভাগে।
১৯৯১-৯৬ বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতের নেতৃত্বে আন্দোলন চলতে থাকলো।

- Advertisement -

১৯৯৬ থেকে ২০০১, আওয়ামী লীগের কথিত ঐক্যমতের সরকারের আমলে বিএনপি, জাতীয় পার্টির একটি অংশ আন্দোলন চালিয়ে গেল।

২০০১ থেকে ২০০৬ চারদলীয় জোট তথা বিএনপি জামাত সরকারের আমলে আন্দোলন চললো আওয়ামী লীগের চৌদ্দ দলীয় জোটের নেতৃত্বে পরবর্তীতে ২০০৬ সালে জাতীয় পার্টিকে নিয়ে গঠিত হলো মহাজোট।
দুই বছর ফখরুদ্দিন মইনুদ্দিন সরকারের আমলে আন্দোলন বন্ধ ছিল।

২০০৯ থেকে ২০২৩ মোট ১৪ বছর আন্দোলন চলছে বিএনপির নেতৃত্বে প্রথম দিকে চার দলীয় জোটের পরে ২০ দলীয় জোটের নেতৃত্বে এবং বিগত কয়েক বছর সঙ্গী হয়েছে গনতন্ত্র মন্চ ইত্যাদি।
পাঠক লক্ষ্য করুন, স্বাধীনতার পর থেকে কখনোই দেশ আন্দোলন মুক্ত ছিল না।
সরকার পরিবর্তন হলেও আন্দোলন বন্ধ হয় নি। প্রশ্ন করুন কেন হয় নি?

এইসব আন্দোলনে দেশের শত শত মানুষের প্রাণ সংহার হয়েছে, ব্যক্তিগত ও জাতীয় সম্পদ ধ্বংস হয়েছে অগণিত।

যারা নিহত হয়েছেন তাদেরকে নাম দেয়া হয়েছে শহীদ এবং কালে ভদ্রে সে সব শহীদদেরকে স্মরণ করে দু একটা গালভরা বক্তৃতা দেয়া হয়।

যার সন্তান বা স্বজন চলে গেছে ক্ষতি যা হবার তারই হয়েছে। সেই সংসার, সেই পরিবার কিভাবে চলছে কেউ কখনো খবর রাখে নি।

প্রশ্ন হলো আন্দোলন আর কত কাল কত বছর চলবে?
যখন যে সরকার ক্ষমতায় ছিল আন্দোলনকারী সকলেই সেই সব সরকারকে স্বৈরাচারী সরকার বলে আখ্যায়িত করেছে।

তবে এই প্রথমবার সরাসরি যুক্ত হয়ে গেল বা সরকারের প্রতিপক্ষ হয়ে গেল বিদেশী শক্তি। আরো সরাসরি বললে বিশ্বের পরাক্রমশালী এবং বহু দেশ রাষ্ট্র ধ্বংসকারী মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরিনাম কি হবে তা সচেতন মহল গভীরভাবে চিন্তা করলে আঁতকে উঠবেন।

কারণ হাসতে হাসতে, খেলতে খেলতে এভাবে খাল কেটে কুমির ডেকে আনা হলো।
বিগত ইতিহাস আমি যা সংক্ষেপে তুলে ধরলাম তা পর্যালোচনা করলে বুঝা যায় সরকার পরিবর্তন হলেও আন্দোলন বন্ধ হবে না।

তাহলে আমার দেশের ভবিষ্যৎ আসলে কী? এসব পরিণতির জন্যে আসলে কে দায়ী? এসব বন্ধ হবার উপায়ই বা কী?

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles