8 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ইমরান খান-বুশরা বিবিসহ নো-ফ্লাই লিস্টে পিটিআইয়ের ৬০০ নেতা

ইমরান খান-বুশরা বিবিসহ নো-ফ্লাই লিস্টে পিটিআইয়ের ৬০০ নেতা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবিসহ পিটিআইয়ের ৬০০ নেতার নাম নো-ফ্লাই লিস্টে রাখা হয়েছে। এর অর্থ ইমরান খান, বুশরা বিবিসহ এসব নেতাকর্মীরা বিদেশ যেতে পারবেন না।

- Advertisement -

সরকারি তদন্ত দলের (ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটি) বরাতে স্থানীয় গণমাধ্যম জিও এই খবর দিয়েছে। তবে ইমরান খানকে নো-ফ্লাই তালিকায় যুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও পাওয়া যায়নি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ৯ মে সংঘটিত ঘটনার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) সরকার নিষিদ্ধ করার কথা ভাবছে। বৃহস্পতিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাজা আসিফ বলেন, এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে অবশ্যই পর্যালোচনা চলছে।

খাজা আসিফ গত ৯ মে পাকিস্তানজুড়ে সামরিক স্থাপনায় ভাঙচুরের ঘটনায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে দায়ী করেছেন। তার অভিযোগ, ইমরান খানের পরিকল্পনা অনুযায়ী ‘সমন্বিত হামলা’ হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles