18.5 C
Toronto
সোমবার, জুলাই ২২, ২০২৪

শাহরুখের ম্যানেজারের কল রেকর্ড পেতে হ্যাকারকে ৫ লাখ রুপির প্রস্তাব

শাহরুখের ম্যানেজারের কল রেকর্ড পেতে হ্যাকারকে ৫ লাখ রুপির প্রস্তাব - the Bengali Times
ছবি সংগ্রহ

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তারের পর শাহরুখ খানের ম্যানেজার পূজা এবং অন্যদের কল রেকর্ড পেতে এক হ্যাকারকে পাঁচ লাখ রুপির প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

বুধবার মুম্বাই পুলিশের কাছে এ অভিযোগ করেন মনীশ ভাঙ্গালে নামের এক হ্যাকার। খবর টাইমস অব ইন্ডিয়ার

- Advertisement -

দ্য ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মনীশ ভাঙ্গালে মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, অলোক জৈন এবং শৈলেশ চৌধুরী নামে দুই ব্যক্তি গত ৬ অক্টোবর কয়েকজনের কল রেকর্ড পেতে তার কাছে গিয়েছিলেন। এর মধ্যে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির ফোন নাম্বারও ছিল।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওই দুইজন মনীশকে ‘আরিয়ান খান চ্যাট’ নামে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ ফাইলও দেখিয়েছিল। পাশাপাশি ওই ব্যক্তিরা মনীশকে প্রভাকর সাইল নামে একটি ডামি সিম কার্ড ব্যবহার করতে বলেছিলেন।

তবে, মনীশ তাদের প্রস্তাবে সাড়া দেননি। কয়েক দিন পর খবরে যখন তিনি আরিয়ানের মামলায় সাইলের নাম দেখেন, তখন এই নামে তার জন্য যে একটি ডামি সিম কার্ড তৈরির কথা বলা হয়েছিল, সেটা প্রশাসনকে জানানোর কথা ভাবেন।

এই মাসের শুরুতে মাদক মামলায় আরিয়ান খানকে গ্রেপ্তার করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এর পর থেকেই আরিয়ানকে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে রাখা হয়েছে। বর্তমানে মুম্বাইয়ের উচ্চ আদালতে তার জামিন আবেদনের শুনানি চলছে।

গ্রেপ্তারের পর থেকেই শাহরুখ খান এবং তার পরিবারের পাশে রয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই শাহরুখকে সান্ত্বনা দিতে তার বাসভবনে যাচ্ছেন, কেউ কেউ সামাজিক মাধ্যমে পোস্টও দিচ্ছেন। শাহরুখের ভক্তরা পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে শাহরুখের বাসভবন ‘মান্নাতে’র বাইরে জড়ো হয়ে বলিউড সুপারস্টারের প্রতি সমবেদনা জানিয়ে একাত্মতা প্রকাশ করছেন।

কাজের দিক দিয়ে, শাহরুখ খানকে পরবর্তী সময়ে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’-এ । এ ছবিতে তার সঙ্গে থাকবেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এ ছাড়া বেশ কয়েকটি ছবি রয়েছে শাহরুখের হাতে।

- Advertisement -

Related Articles

Latest Articles