1.6 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

পাঁচ উইকেট হারিয়ে হঠাৎ চাপে শ্রীলঙ্কা

পাঁচ উইকেট হারিয়ে হঠাৎ চাপে শ্রীলঙ্কা - the Bengali Times

দুবাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভ সূচনাই পেয়েছিল শ্রীলঙ্কা দল। কিন্তু হঠাৎ চাপে পড়েছে লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কার সংগ্রহ ৯৪ রান।

- Advertisement -

এখন ২ রানে রাজাপাকসি এবং শূন্যরানে শানাকা অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই ঝড়ো ইনিংসের আভাস দেন লঙ্কান ওপেনার কুশল পেরেরা। তবে অন্যপ্রান্তে সুবিধা করতে পারেননি পাথুম নিশানকা। আউট হন মাত্র ৭ রানে।

আরও পড়ুন : সমালোচনা সহ্য করতে রিয়াদ-মুশফিকদের যে পরামর্শ দিলেন মাশরাফি

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে অজি বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন চারিথ আশালাঙ্কা। এ সময় পেরেরাকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৬৩ রানের জুটি গড়েন তিনি। ইনিংসের দশম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে ২৭ বলে করেন ৩৫ রান।

অস্ট্রেলিয়া একাদশ:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস

শ্রীলঙ্কা একাদশ:
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, পান্থুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, ও মহেশ থাক্সেনা

- Advertisement -

Related Articles

Latest Articles