24.3 C
Toronto
রবিবার, জুন ২৩, ২০২৪

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনা, ২০ ওমরাহ যাত্রী নিহত

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনা, ২০ ওমরাহ যাত্রী নিহত

সৌদি আরবের মক্কায় যাওয়ার সময় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। গতকাল সোমবার দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ওমরাহ যাত্রী বহনকারী বাস উল্টে আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

- Advertisement -

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক কাজ না করায় একটি সেতুর সঙ্গে সংঘর্ষে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশের আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা জায়নি। তবে সৌদি সম্প্রচারমাধ্যম আল-আখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও চারজন আহত হয়েছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles