-0 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আরিয়ানের মামলায় নতুন মোড়, আঙ্গুল উঠছে সমীরের দিকে!

আরিয়ানের মামলায় নতুন মোড়, আঙ্গুল উঠছে সমীরের দিকে! - the Bengali Times
শাহরুখ পুত্র আরিয়ান

মাদক মামলায় কারাগারে আছেন শাহরুখ পুত্র আরিয়ান। আর অন্যদিকে এই মামলা নিয়ে চলছে বিশাল চর্চা। এই মাদক মামলার এক সাক্ষীর বয়ানে যেন তীর ঘুরছে এনসিবির দিকেই। আরিয়ানের এই মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল। তিনি দাবি করেছেন, ১০ পাতার সাদা কাগজে তাকে দিয়ে স্বাক্ষর করিয়েছে এনসিবি। শুধু তাই নয়, সাথে টাকার লেনদেনের কথাও উল্লেখ করেছেন তিনি। তার এমন অভিযোগ উঠে এসেছে হলফনামায়। তবে এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

হলফনামায় প্রভাকর সেইলের দাবি করেন, ২ অক্টোবরের রাতে আরিয়ানকে এনসিবির দপ্তরে নিয়ে যাবার পর কেপি গোসাভি এবং স্যাম ডিসুজার মধ্যকার কথোপকথন শুনেছিল সে, সেখানে ২৫ কোটি টাকা দাবি করবার কথা বলা হয়েছিল। এবং ১৮ কোটিতে পুরো মামলা রফা করবার কথা হয়েছিল, যার মধ্যে ৮ কোটি টাকা এনসিবির সমীর ওয়াংখেড়েকে দেওয়া হবে বলা হয়েছিল। কিরণ পি গোসাভি, যিনি এই মাদক মামলার অন্যতম সাক্ষী। যার সাথে আরিয়ানের সেলফি তোলার ছবি উঠে এসেছিল। এই গোসাভির ব্যক্তিগত দেহরক্ষীই হলেন প্রভাকর সেইল।

- Advertisement -

তবে এসব ঘটনার পরই মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে চিঠি লেখেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। চিঠিতে তিনি অভিযোগ করেন, তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও এর নেপথ্যে রয়েছেন। এভাবে অপ্রাসঙ্গিক আইনি পদক্ষেপের মাধ্যমে যেন তাকে ফাঁসানো না হয়, সেই অনুরোধ জানান সমীর ওয়াংখেড়ে।

- Advertisement -

Related Articles

Latest Articles