8.1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে অন্টারিও আওয়ামী লীগের মানববন্ধন

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে অন্টারিও আওয়ামী লীগের মানববন্ধন - the Bengali Times
বাংলাদেশে বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সংঘবদ্ধ বর্বরোচিত অত্যাচার, হত্যা, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, পূজা মন্ডপ ও প্রতিমা ভাংচুর এবং নিগ্রহের প্রতিবাদে গত ২৩ অক্টোবর শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ, অন্টারিও,কানাডা, টরেন্টোর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা ও মানবন্ধন পালন করেন। সভায় বক্তারা হিন্দু সম্প্রদায়ের উপর অত‍্যাচারের তীব্র নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ দোষী ব‍্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব‍্যাবস্থা গ্রহণের জন‍্য বাংলাদেশ সরকারের প্রতি জোড় দাবী জানান। বক্তব‍্য রাখেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন মনা, সাবেক ছাত্র নেতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, নাট‍্যকর্মী আহমেদ হোসেন, অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল করিম, গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, পান্না আহম্মেদ, বিপ্লব চৌধুরী, দপ্তর সম্পাদক খালেদ শামীম, সমাজকল‍্যাণ সম্পাদক কান্তি মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক ফারহানা শান্তা, নির্বাহী সদস‍্য ইঞ্জিনিয়ার মকবুল হোসেন, মোস্তাফিজুর রহমান, এস বি হামিদ, কাজল তালুকদার, সমির রায়, ক‍্যানবাংলা টিভির প্রধান নির্বাহী ড. হুমায়ুন কবির, কানাডা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, শাহানা বেগম, রোকশানা খাতুন, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমরুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক নজরুল আহমেদ, নির্বাহী সদস‍্য ঝোটন তরফদার, তাজুল ইসলাম, সুকোমল রায় সহ আরও অনেকে।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশগ্রহণকারী সকলকে অন্টারিও আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ধন‍্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Related Articles

Latest Articles