7.3 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বিএনপির দশ দফা নিয়ে দেশবাসী ভাবছে না: হানিফ

বিএনপির দশ দফা নিয়ে দেশবাসী ভাবছে না: হানিফ

বিএনপির দশ দফা নিয়ে দেশবাসী ভাবছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, এই দাবির মধ্যে জনগণের কোনো কথা নেই।

- Advertisement -

রবিবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। হানিফ বলেন, বিএনপি যে দশ দফা দাবিতে আন্দোলন করছে সেই দশ দফা হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা। দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি। এছাড়া এই দাবির মধ্যে জনগণের কোণো কথা নেই। এই দাবি নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামী লীগও ভাবছে না। যে দাবির সঙ্গে জনসম্পৃক্ততা নেই, সেই দাবি আদায়ও সফল হবে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করে। তাদের নেতা তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে না, মানুষ তাকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে। এদেশের মানুষ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না।

এসময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ উপস্থিত ছিলেন।

সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles