9 C
Toronto
রবিবার, মার্চ ২৬, ২০২৩

স্বামীকে ছেড়ে আসা তরুণীর মৃত্যু হলো প্রেমিকের হাতে!

স্বামীকে ছেড়ে আসা তরুণীর মৃত্যু হলো প্রেমিকের হাতে!
প্রতীকী ছবি

যার জন্য স্বামীর সংসার ছেড়ে চলে এসেছিলেন সেই প্রেমিকের হাতেই প্রাণ গেল এক তরুণীর। মাদক সেবন নিয়ে ঝগড়ার জেরে তার গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির আমন বিহার এলাকায়। অভিযুক্তের নাম মোহিত। তাকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

পুলিশ জানিয়েছে, গত ৬ বছর ধরে প্রেমিক মোহিতের সঙ্গে বসবাস করছিলেন ওই তরুণী। তাদের এক সন্তানও রয়েছে। সম্প্রতি মাদক সেবন নিয়ে মোহিতের সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরে প্রেমিকার গায়ে আগুন ধরিয়ে দেন তিনি।

এ ঘটনায় মোহিতের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি রাতে তরুণী জানতে পারেন, মোহিত বন্ধুদের বাড়িতে মাদক সেবন করছেন। তিনি এর বিরোধিতা করেন। এতে মোহিত ক্ষুব্ধ হন। দুজনের মধ্যে শুরু হয় ঝগড়া। এক পর্যায়ে তরুণীর গায়ে তারপিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন।

গুরুতর আহত অবস্থায় তাকে দিল্লির এসজিএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় এইমসের ট্রমা কেয়ার সেন্টারে। টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার সোমবার মৃত্যু হয় তার।

- Advertisement -

Related Articles

Latest Articles