8.4 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ভ্যাকসিন ভেরিফিকেশন অ্যাপ ও কিউআর কোড চালু

ভ্যাকসিন ভেরিফিকেশন অ্যাপ ও কিউআর কোড চালু - the Bengali Times
অ্যাপটি এখন থেকেই ডাউনলোড করা গেলেও অন্টারিওর নাগরিকদের অনেকেই এ সপ্তাহের শেষ দিক ছাড়া কিউআর কোডটি ডাউনলোড করতে পারবেন না

সুনির্দিষ্ট কিছু অনাবশ্যক সেবা পেতে ২২ সেপ্টেম্বর থেকে অন্টারিওর নাগরিকদের ভ্যাকসিনেশনের স্বপক্ষে প্রমাণপত্র দেখাতে হচ্ছে। প্রায় এক মাস ধরে নাগরিকরা তাদের ভ্যাকসিন সংক্রান্ত অবস্থা জানাতে কোভিড-১৯ ভ্যাকসিন রশিদ ও সরকারি পরিচয়পত্র প্রদর্শন করছেন। এর পরিবর্তে তারা কিইউআর কোড ব্যবহার করতে পারবেন। নতুন অ্যাপে তা স্ক্যান করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ভ্যাকসিনেশন সংক্রান্ত তথ্য যাচাই করে নিতে পারবে।

প্রশ্ন হলো কিভাবে নতুন ভ্যাকসিন সনদ ব্যবস্থা কাজ করবে? নতুন ভ্যাকসিন সনদটি হলো স্ক্যানযোগ্য একটি কিউআর কোড, যাতে কেবলমাত্র অতি প্রয়োজনীয় তথ্যই সংরক্ষিত আছে। হেলথ কার্ড নাম্বার এতে নেই। জনগণকে পরিচয়পত্রের সঙ্গে কিউআর কোডটি প্রদর্শন করতে হবে।

- Advertisement -

কোভিড-১৯ ভ্যাকসিন ভেরিফিকেশন অ্যাপ ও কিউআর কোড চালু করেছে অন্টারিও সরকার। অ্যাপটি এখন থেকেই ডাউনলোড করা গেলেও অন্টারিওর নাগরিকদের অনেকেই এ সপ্তাহের শেষ দিক ছাড়া কিউআর কোডটি ডাউনলোড করতে পারবেন না।

ভেরিফাই অন্টারিও অ্যাপটিই বা কিভাবে কাজ করবে? ভেরিফাই অন্টারিও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি কিউআর কোড স্ক্যানার, যা ভ্যাকসিন সনদের কিউআর কোডটি স্ক্যান করতে সক্ষম। অ্যাপটি ব্যক্তিগত কোনো তথ্য সংরক্ষণ করে না। ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থাগুলো অ্যাপল অ্যাপ ও গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবে। ফ্রেঞ্চ ও ইংরেজি দুটি ভাষাতেই পাওয়া যাচ্ছে অ্যাপটি। ইন্টারনেট ছাড়াই এটি ব্যবহার করা যাবে এবং ডিজিটাল ও প্রিন্টেড দুই ধরনের ভ্যাকসিন সনদই স্ক্যান করতে পারবে এটি। কোনো ব্যক্তি ভ্যাকসিনেটেড কিনা নিশ্চিত হতে ব্যবসা প্রতিষ্ঠানকে অ্যাপটি একটি চেকমার্ক বা ‘এক্স’ প্রদর্শন করবে।

গ্রিন ফোটো হেলথ কার্ডধারী ব্যক্তিরা নতুন ভ্যাকসিন সনদ ডাউনলোড করতে পারবেন। কোভিড-১৯ ভ্যাকসিনেশন পোর্টালে এটি পাওয়া যাচ্ছে। তবে প্রাথমিকভাবে জন্ম তারিখের ভিত্তিতে এটি পাওয়া যাবে। আপনার জন্ম যদি জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হয়ে থাকে তাহলে ১৫ অক্টোবর থেকে রাত ১২টা থেকে ১১টা ৫৯ মিনিট থেকে ভ্যাকসিন সনদ ডাউনলোডের সুযোগ পাবেন।

আপনার জন্ম যদি মে ও আগস্টের মধ্যে হয়ে থাকে তাহলে ১৬ অক্টোবর রাত ১২টা থেকে ১১টা ৫৯ মিনিট থেকে ভ্যাকসিন সনদ ডাউনলোড করতে পারবেন। আর জন্ম তারিখ সেপ্টেম্বর ও ডিসেম্বরের মধ্যে হয়ে থাকলে আপনার ভ্যাকসিন সনদ ডাউনলোড করতে হবে ১৭ অক্টোবর রাত ১২টা থেকে ১১টা ৫৯ মিনিট থেকে। প্রত্যেকের জন্যই ১৮ অক্টোবর সকাল ৬টায় পোর্টালটি খোলা থাকবে।

পদ্ধতিটি ব্যবহারে কি সেলফোœ বা কম্পিউটার প্রয়োজন হবে? প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এনহান্সড ভ্যাকসিন সনদ প্রিন্টেডও হতে পারে আবার ডাউলোডেডও হতে পারে। ইলেক্ট্রনিক ও কাগুজে উভয় ধরনের ভ্যাকসিন সনদই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে গ্রহণ করতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles