15.7 C
Toronto
রবিবার, মে ১৯, ২০২৪

‘আমাকে নিয়ে প্রেমের গুঞ্জন হয়তো বেশি বিক্রি হয়’

‘আমাকে নিয়ে প্রেমের গুঞ্জন হয়তো বেশি বিক্রি হয়’
টলিউড অভিনেত্রী ইশা সাহা

টলিউডের এ মুহূর্তের অন্যতম জনপ্রিয় মুখ ইশা সাহা। আজ শুক্রবার মুক্তি পেয়েছে ইশা অভিনীত ছবি ‘মিথ্যে প্রেমের গান’। এ উপলক্ষে তার একান্ত সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন। সে সাক্ষাৎকারে নিজের অনেক ব্যক্তিগত বিষয়ও শেয়ার করেছেন এ অভিনেত্রী।

‘মিথ্যে প্রেমের গান’ ভ‌্যালেন্টাইনস ডে-র আগে এল, সত্যি প্রেমের গানটা কবে গাইবেন?- এমন প্রশ্নের জবাবে জোরে হেসে ইশা সাহা বলেন, ‘সবসময় গাইছি, কিন্তু সেটা ভীষণ প্রাইভেট। আমি খুব প্রাইভেট পার্সন।’

- Advertisement -

প্রেমের অর্থ ঠিক কীরকম আপনার কাছে? একজন মানুষকে ভাল লাগার শুরুটা কীভাবে?- জবাবে ইশা বলেন, ‘কী বলব, সেরকম কোনও পার্টিকুলার প‌্যারামিটার তো হয় না প্রেমের। কন্ডিশনস তো থাকে না, যে এইটা হলে ওইটা হবে। হঠাৎ করেই হয়। সেটা কারও গান শুনে হতে পারে, কথা শুনে, কবিতা শুনে বা অ‌্যাক্টিং দেখেও হতে পারে।’

‘ইশা’ নামের খুব কাছাকাছি ‘ইশক’ শব্দটা। সেই কারণে কি আপনাকে নিয়ে এত প্রেমের গুঞ্জন?- এমন প্রশ্নের জবাবে ইশা সাহা বলেন, ‘না, সেই কারণে নয় (হাসি)। আমার মনে হয় হয়তো ইশাকে নিয়ে ইশক বা প্রেমের গুঞ্জন হলে সেই খবরটা বেশি বিক্রি হয়।’

বিভিন্ন গুঞ্জন নয়, একটাই বলব ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে আপনার সম্পর্কে একটা গুঞ্জন রয়েছে। যে, তার সঙ্গে সম্পর্কে রয়েছেন- জবাবে ইশা বলেন, ‘তুমি তো ভালো একটা কথা বললে যে, একজনের নাম। অনেক জনের নাম আমি শুনেছি। আমি শুনেছি যার সঙ্গেই কাজ করি।’

এই ধরনের গুঞ্জন-আলোচনা কতটা প্রভাব ফেলে?- এর উত্তরে তিনি বলেন, ‘এখন আর ফেলে না। একেবারে ফেলে না-ও বলব না। আল্টিমেটলি আমরা সবাই মানুষ। আমাদের সবার ইমোশন আছে। আমি জানি কোনটা সত্যি বা মিথ্যা। এখনও বলতে পারি, এটা নয় বা এটা। মনে হয় আমাদের সব ইমোশনই বোধ হয় বিক্রি করা হয়। চুপ করে থাকাটাই প্রেফার করছি।’

- Advertisement -

Related Articles

Latest Articles