10.1 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পাবলিক পার্ক থেকে তিনটি শিবির উঠিয়ে দেয়া হয়েছে

পাবলিক পার্ক থেকে তিনটি শিবির উঠিয়ে দেয়া হয়েছে - the Bengali Times
মহামারির সময় গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করতে সিটি কর্তৃপক্ষের নেওয়া হোটেলের ইজারার মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছে গ্রুপটি

২০২০ সালের মার্চে কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর পুরো নগরজুড়ে গৃহহীনদের তাঁবু তৈরির ঘটনা বেড়ে যায়। সংক্রমণের ভয়ে অনেকেই আশ্রয় শিবির থেকে পালিয়ে যান। গত বছর সিটি কর্তৃপক্ষ আইনি লড়াইয়ে জয়লাভ করে। তাতে সিটি কর্তৃপক্ষকে ক্যাম্পবিরোধী উপ আইন প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়। এই গ্রীষ্মে সিটি কর্তৃপক্ষ বল প্রয়োগ করে পাবলিক পার্ক থেকে তিনটি শিবির উঠিয়ে দেয়। সিটি কর্তৃপক্ষের যুক্তি, শিবিরগুলো নিরাপদ ছিল না।

আসন্ন শীতে গৃহহীনদের জন্য আরও ভালো পরিকল্পনা দাবি করেছে টরন্টোর গৃহহীন কমিউনিটি ও তাদের সমর্থকরা। গৃহহীন কমিউনটির প্রতিনিধিত্বকারী শেল্টার হাউজিং জাস্টিস নেটওয়ার্ক বেশ কিছু সুপারিশসহ মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

- Advertisement -

মহামারির সময় গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করতে সিটি কর্তৃপক্ষের নেওয়া হোটেলের ইজারার মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছে গ্রুপটি। পাশাপাশি পাবলিক স্পেসে গৃহহীনদের থাকার অনুমতিও চাওয়া হয়েছে। স্যাংচুয়ারি মিনিস্ট্রি টরন্টোর আউটরিচ কর্মী গ্রেগ কুক বলেন, ক্যাম্প না করা সংক্রান্ত উপ আইন অবশ্যই বাতিল করতে হবে। কারণ, অস্থিত্বশীল থাকার অধিকার জনগণের রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles