1.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কর্কটের চাকরির সম্ভাবনা, কন্যার অর্থলাভ

কর্কটের চাকরির সম্ভাবনা, কন্যার অর্থলাভ
ফাইল ছবি

আজ ৮ ফেব্রুয়ারি (বুধবার)। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

- Advertisement -

নক্ষত্র চতুর্ভাগবোধকানি চত্বারিত্বের ফলে জাতকের বিশেষ করে খেলোয়াড়দের এ সময়ে আন্তর্জাতিকভাবে সুনামের যোগ রয়েছে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

লগ্নভাব বা তনুভাব বিচারে দৃষ্ট হয় যে এ সপ্তাহে জাতকের পেটের পীড়া দেখা দেবে। তৈলাক্ত খাবার পরিহার করাই শ্রেয়।

মিথুন : ২১ মে-২০ জুন

নারী-পুরুষ নির্বিশেষে জন্ম থেকেই সাধারণের চেয়ে অধিক যৌন আবেদনময়ী। বিচক্ষণতার সঙ্গে আদিরস গ্রহণে কোনো দোষ নেই।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

গ্রহ বৃহস্পতি ও শুক্রের অবস্থানগত ফলাফলে জানা যায় যে, জাতকের সরকারি কোনো নিরাপত্তা বিভাগে চাকরির সুযোগ আসবে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

মঙ্গল ও রবির অবস্থানগত কারণে ক্রোধ জাগ্রত হতে পারে। অনূঢ়া যুবতীরা রাগ করে গৃহত্যাগ করবেন না। অমঙ্গল হবে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

‘ক্ষিতিপুত্রস্য বেলায়াং যস্য জন্ম মহীতলে… ’ জন্ম থেকেই জাতক পুরুষ-নারী নির্বিশেষে শান্ত ও সুশীলা তাই চট করে অর্থলাভ হবে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

‘উদিতং ভ্রমিতং ভ্রান্তং সন্ধ্যাহহস্তং’ এ সপ্তাহটা জাতকের উদ্ভূত ভুলের কারণে দয়িতার ক্রোধে পতিত হতে পারেন। হতাশ হবেন না।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

নারী-পুরুষ নির্বিশেষে জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে ভ্রাতার সাহায্যে অর্থলাভ হতে পারে। তবে লোভে পা দেবেন না।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

বর্তমানে লগ্নপতি বুধ লগ্নের দশমে অবস্থান করছে। ফলে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে রাজকীয় সম্মান লাভের সুযোগ রয়েছে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

জাতকের জন্মকু-লীতে শনির প্রভাবের ফলে জ্যোতিষবিজ্ঞান বলে এক্ষণে স্ত্রীর গর্ভে সন্তান লাভ অমঙ্গল বয়ে আনবে। প্রতিবেশী থেকে সাবধান।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

কিরোর সংখ্যাতত্ত্বানুসারে জাতকের মাস শেষে সামাজিকরূপে প্রতিষ্ঠালাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুচিন্তিতরূপে পা ফেলুন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

বিংশোত্তরী অন্তর্দশার ফলে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে অপমৃত্যুর সম্ভাবনা রয়েছে। দূরের যাত্রায় সাবধান হোন।

- Advertisement -

Related Articles

Latest Articles