9.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

রসোগোল্লায় কি শুধু রস

রসোগোল্লায় কি শুধু রস - the Bengali Times
ফাইল ছবি

আমার বাবার চাকরির কারণে আমার ছোটবেলার অধিকাংশ সময় কাটিয়াছে বৃহত্তর কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গায়। ওই সময় মাঝে মধ্যেই আমার মেঝো চাচা আমাদের বাসায় বেড়াইতে আসিতেন। উনি থাকিতেন আমাদের গ্রামের বাড়িতে। সেখানে উনি গ্রামের জমিজমা দেখাশোনা করিতেন এবং মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে কাজও করিতেন।

উনি আমার খুব প্রিয় ছিলেন। উনি আমাদের বাসায় আসিলেই আমি খুব আনন্দিত হইতাম। উনার কাছ থেকেই আমি জীবনে প্রথম ছড়া বা ছোটদের কবিতা শুনেছি এবং ওগুলি উনার মুখে শুনিয়া খুবই মজা পাইতাম। উনি আসিলে আনন্দের আরো একটি বিশেষ কারণ ছিল, সেটি হলো উনি আসিলেই আমাকে নিয়া উনি কোনো এক মিষ্টান্নর দোকানে গিয়ে আমাকে বড়ো বড়ো রসগোল্লা খাওয়াইতেন। তখন কিন্তু খুব মজা করিয়া রসগোল্লা খাইয়াছি কিন্তু রসগোল্লা আর রসের মজা ছাড়া আর কোনো কিছুই বুঝি নাই।
কিন্তু বড়ো হওয়ার পরে যখন ইউরোপে উচ্চশিক্ষার্তে গমন করি তখন কোনো এক ছুটির দিনের সন্ধ্যায় বিভিন্ন দেশের বন্ধু বান্ধব মিলিয়া বিভিন্ন ধরণের খেলাধুলা করিতেছিলাম। ওই খেলার মধ্যে একটি খেলায় আমাদেরকে এক টুকরা কাঁদা দেওয়া হইলো এবং সেটা দিয়ে খুব দ্রুত কিছু একটা করিতে বলা হইলো এবং সেটি সমন্ধে কিছু বলিতে বলা হইলো।

- Advertisement -

তখন আমার এক বন্ধু যিনি আসিয়াছিলেন চীন দেশের সেঞ্জিং প্রদেশ হইতে , সে ওই কাঁদার টুকরা দিয়া একটি চৈনিক রসগোল্লা তৈরী করিলেন। উনি উনার বক্তব্যে বলিলেন, ওটি দিয়া উনি শুধু রসোগোল্লা আর রসগোল্লার রস বোঝাতে চান নাই, বরং আরো কিছু জিনিস বোঝাতে চাহিয়াছেন। যেমন, রসগোল্লার গোলাকার আকৃতিটা পৃথিবীকে উপস্থাপন করে, গোল আকৃতিটি একটি মুদ্রাকেও উপস্থাপন করে এবং ওই গোল্লা পৃথিবীর অংক জগতের সব থেকে গুরুত্বপূর্ণ সংখ্যা “শূন্য” কেও উপস্থাপন করে। উনার কথা শুনিয়া এই প্রথম রসগোল্লার রসের বাইরেও কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভাবনায় আসিল।

যাহোক এর পর এখন বিভিন্ন কাজ-কর্মে, পড়াশুনায় বা বক্তব্যে আমরা প্রায়ই ” out of the box” চিন্তার কথা শুনি বা বলি। এটা আসলে ওই রসগোল্লা এবং রসের বাইরের চিন্তার মতই, আর আমাদেরকে জীবনের অনেক ক্ষেত্রেই রসগোল্লার রসের বাইরেও চিন্তা করিতে হইবে, তাহা না হইলে আমরা শুধু রসগোল্লা আর রসগোল্লার রস খাইতে খাইতেই জীবন অতিবাহিত করিয়া ফেলিবো !!!
টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles