7.9 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

‘জেনে-বুঝে ঘৃণার তথ্য ছড়াতে দেয় ফেসবুক’

‘জেনে-বুঝে ঘৃণার তথ্য ছড়াতে দেয় ফেসবুক’ - the Bengali Times
আবারও চাপের মুখে পড়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। শুক্রবার নতুন একজন তথ্য ফাঁসকারী ফেসবুকের বিরুদ্ধে জেনে-বুঝে ঘৃণামূলক তথ্য ছড়ানোর অভিযোগ এনেছেন। ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, নির্বাচনের সময় ভুল তথ্য ছড়িয়ে পড়ার পরও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি ফেসবুক।

নতুন এই অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে অভিযোগ করেছেন এক সময় ফেসবুকে চাকরি করা এই তথ্য ফাঁসকারী।

- Advertisement -

ফেসবুকের সাবেক এই কর্মী তার অভিযোগে কীভাবে ফেসবুকের কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্রদের ক্ষুব্ধ হওয়া এবং কোম্পানির প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে নিরাপত্তার নিয়ম প্রয়োগ করতে অস্বীকার করেছে, তা ব্যাখ্যা করেছেন। এ ছাড়া ফেসবুকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচন ‘প্রশ্নবিদ্ধ’ করার অভিযোগও এনেছেন তিনি।

তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে ফেসবুক সারাবিশ্বে কাজ করে যাচ্ছে। এ ছাড়া ঘৃণামূলক তথ্য ছড়ানোর কারণে পৃথিবীব্যাপী হাজারো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles