5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

জামিন আবেদনে যা বললেন আরিয়ান

জামিন আবেদনে যা বললেন আরিয়ান - the Bengali Times
শাহরুখপুত্র আরিয়ান খান

মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খান আটকের পর থেকে এনসিবি প্রকাশ করছে একের পর এক নতুন তথ্য। বেশ কয়েকবার জামিন আবেদন করলেও আদালত তা মুঞ্জুর করেননি।

এবার আরিয়ান খান জামিনের জন্য আবেদন করেছেন উচ্চ আদালতে। সেখানে শাহরুখপুত্র আরিয়ান খান বলেন, তাকে ফাঁসানো হচ্ছে। হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করছে জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা।

- Advertisement -

বিশেষ আদালতে বেশ কয়েকবার জামিনের আবেদন করলেও জামিন পাননি আরিয়ান খান। তাই বুধবার (২০ অক্টোবর) হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান। ২৬ অক্টোবর তার জামিনের শুনানি। আরিয়ানের মতে, তার হোয়াটসঅ্যাপে কথোকথনকে ‘ভুল এবং অন্যায়’ ভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রমোদতরীর পার্টিতে তাঁর কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি বলেও জানিয়েছে আরিয়ান।

মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে এনসিবি। আরিয়ানের দাবি, তাদের মধ্যে আরবাজ শেঠ মার্চেন্ট ছাড়া আর কারও সঙ্গেই তার পরিচয় নেই। যে কথোপকথনের উপর ভিত্তি করে এনসিবি তদন্ত এগোচ্ছে, তার সঙ্গে কোনও ধরনের ষড়যন্ত্রের যোগসূত্র নেই বলেও দাবি করেছেন তিনি।

এরই মধ্যে আদালতে ডাক পড়েছে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের। এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওখান্ডে নারী কর্মকর্তাদের উপস্থিতিতে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেন। আইন অনুযায়ী, সূর্যাস্তের পর নারীদের জেরা করা যায় না। তাই শনিবার (২৩ অক্টোবর) দুপুরে আবার অনন্যাকে জেরা করার কথা এনসিবির।

জানা গেছে, আরিয়ানকে জিজ্ঞাসাবাদের সময় এনসিবি সানায়া কাপুরের নাম জানতে পেরেছিল। তাই বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের কাজিন সানায়াকেও এনসিবি তলব করতে পারে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রশ্নোত্তর শেষে জানা গিয়েছিল, এনসিবির হাতে আসা একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার আশ্বাসও দিয়েছেন অনন্যা। ওই কথোপকথনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি ব্যবস্থা করব।’ যদিও এনসিবি জানিয়েছে, অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনো প্রমাণ এখনো হাতে পায়নি তারা। অনন্যাও পাল্টা দাবি করেছেন, ‘মজা করতেই ওই সব কথা বলেছিলেন তিনি।’

শুক্রবার (২২ অক্টোবর) জানা যায়, আরিয়ানকে গাঁজা দেওয়ার কথা অস্বীকার করেছেন অনন্যা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কখনোই কোনো প্রকার মাদকসেবন করেননি তিনি।

এরআগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনন্যার বান্দ্রার বাড়িতে ৫ ঘণ্টা তল্লাশি চালায় এনসিবি। ৬ সদস্যের একটি টিম তার বাড়ি থেকে কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান।

- Advertisement -

Related Articles

Latest Articles