22.1 C
Toronto
বুধবার, জুন ১২, ২০২৪

ছবি তোলার পর ভক্তের ফোন ছুঁড়ে ফেললেন রণবীর

Angry Ranbir Kapoor : ছবি তোলার পর ভক্তের ফোন ছুঁড়ে ফেললেন রণবীর - the Bengali Times

রণবীর কাপুরকে দেখেই ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়েন এক ভক্ত। রণবীরও সেই ভক্তের সঙ্গে হাসি মুখে ছবি তুলছিলেন। কিন্তু হাসির পেছনে ছিল রাগ, তবে বিষয়টি বুঝতে দেননি এ বলিউড অভিনেতা।

- Advertisement -

হাসিমুখে সেলফি তুলে মুহূর্তেই অনুরাগীর মোবাইল ফোন ছুড়ে ফেলে দেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।

শুক্রবার (২৭ জানুয়ারি) এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছেন রণবীর কাপুর।

১৬ সেকেন্ডের ঐ ভাইরাল ভিডিওতে দেখা যায় অভিনেতা রণবীর কাপুরকে সামনে পেয়ে এগিয়ে আসে এক ভক্ত। পরপর তিনবার তার সঙ্গে সেলফি তোলেন ঐ ভক্ত। এ সময় হাসিমুখে তার সঙ্গে সেলফি তোলেন অভিনেতা। এরপর ছবি কেমন হয়েছে খানিকটা এমন দেখার ভঙ্গিতে ফোনটি ভক্তের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেন তিনি।

রণবীর কাপুরের ঐ ধরনের ব্যবহার অনুচিত বলে মন্তব্য করেন নেটিজেনরা। তারকারা কারো সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারেন না বলেও মন্তব্য করেছেন অনেকে।

- Advertisement -

Related Articles

Latest Articles