8.1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

দেশের বহুদলীয় গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে : মির্জা ফখরুল

দেশের বহুদলীয় গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে : মির্জা ফখরুল - the Bengali Times
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মানুষের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পরিকল্পিতভাবে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। আর সরকারের মদদেই দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটানো হচ্ছে। সরকারের মদদ ছাড়া কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয় না। অত্যন্ত পরিকল্পিতভাবে তারা দাঙ্গা সৃষ্টি করে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সময়ে সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন যাপন আজ অসহায়। এছাড়া সকারের দুর্নীতিতে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

- Advertisement -

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের বহুদলীয় গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে। বর্তমান শাসন ব্যবস্থা একদলীয় শাসনে পরিণত হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে জোর করে ক্ষমতা ধরে রেখেছে। তারা যতবারই ক্ষমতায় এসেছে ততবারই গণতন্ত্র ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে, বলেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles