1.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এফ-৩৫ ফাইটার জেট কিনছে কানাডা

এফ-৩৫ ফাইটার জেট কিনছে কানাডা
পুরোনো হয়ে যাওয়া সিএফ ১৮কে বিদায় দিতে সরকারিভাবে এফ ৩৫ ফাইটার জেট কিনছে কানাডা প্রতিরক্ষামন্ত্রী অনীতা আনান্দ এ কথা জানিয়েছেন

পুরোনো হয়ে যাওয়া সিএফ-১৮কে বিদায় দিতে সরকারিভাবে এফ-৩৫ ফাইটার জেট কিনছে কানাডা। প্রতিরক্ষামন্ত্রী অনীতা আনান্দ এ কথা জানিয়েছেন।

এফ-৩৫ ক্রয়ের পরিকল্পনার কথা কানাডা প্রথম ঘোষণা করে ২০১০ সালে। শেষ পর্যন্ত ১ হাজার ৯০০ কোটি ডলারে ৮৮টি এফ-৩৫ ফাইটার জেট কেনা হচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। প্রথম এয়ারক্রাফটার সরবরাহ দেওয়া হবে ২০২৬ সালে।

- Advertisement -

দ্য কানাডিয়ান প্রেস গত মাসে এক প্রতিবেদনে উল্লেখ করে, প্রথম পর্যায়ে ১৬টি এফ-৩৫ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম ক্রয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ৭০০ কোটি ডলার ব্যয়ের ক্ষমতা পেয়েছে।

এখন কর্মকর্তারা বলছেন, পর্যায়ক্রমে কানাডা ৮৮টি এফ-৩৫ ফাইটার জেট কিনবে। প্রাথমিক বিনিয়োগের মধ্যে রয়েছে অবকাঠামো উন্নয়ন, খুচরা যন্ত্রাংশ ও এককালীন অন্যান্য ব্যয়।

ধারণা করা হচ্ছে, প্রতিটি এফ-৩৫ এর জন্য কানাডাকে পরিশোধ করতে হবে ৮ কোটি ৫০ লাখ ডলার। এই মূল্য যুক্তরাষ্ট্রের মতোই।

- Advertisement -

Related Articles

Latest Articles