-1.3 C
Toronto
শনিবার, জানুয়ারী ২৮, ২০২৩

পরীর বাসায় ভূতের উৎপাত!

পরীর বাসায় ভূতের উৎপাত!
একসঙ্গে রাজ ও পরী ছবি সংগৃহীত

ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন পরীমনি। সবশেষ শরীফুল রাজকে জড়িয়ে আলোচনায় এসেছেন এ নায়িকা। এরপরের ঘটনা নানা সময় নানা দিকে মোড় নিয়েছে!

রিয়েল লাইফকে এক পাশে রেখে রিল লাইফ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রমোশনে ব্যস্ত তিনি। স্কুল থেকে শুরু করে কিড জোন- সবখানে পরীকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।

- Advertisement -

শোনা যাচ্ছে, রাজ ও পরী একসঙ্গে দুবাই যাচ্ছেন। কারণটাও জানা গেছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তারা। ১৫ জানুয়ারি সন্ধ্যায় দুবাইয়ের আজমানে এক হচ্ছেন এ তারকা দম্পতি।

কবে যাচ্ছেন দুবাই? প্রশ্নের উত্তরে পরীমনি সময় সংবাদকে বলেন, ‘এখনও জানি না। আমার কাগজপত্র সব রাজের কাছে। বাবুর পাসপোর্ট থেকে শুরু করে সব।’

আলাপকালে পরীমনি জানান, তিনি এখন রাজের সঙ্গেই থাকছেন। কবে থেকে? জানতে চাইলে পরীমনি বলেন, ‘৩ তারিখ থেকে আমরা একসঙ্গে থাকছি। আমি তো ৩ তারিখেই রাজের বাসায় চলে আসছি।’

রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সময় সংবাদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন এ সুন্দরী নায়িকা। আলাপকালে স্বভাবসুলভ হেসে পরী জানান, তার বাসায় ভূতের উৎপাত আছে। মানে? প্রশ্ন করতেই আলোচিত এ নায়িকা বলেন, ‘হুম। আমার বাসায় ভূত আছে। ইলিশ মাছ রান্না করতে গিয়ে ভূত এসেছে। আমার গৃহকর্মীকে ভূতে ধরছে। ফ্রিজের সব সবজি বের করে রান্না করে ফেলছে।’

পরীর আলাপে বোঝাই যাচ্ছে, বেশ উৎফুল্ল আছেন তিনি। রাজ্যকে নিয়ে ভালোই আছেন মা। তবে রাজের সঙ্গে সর্ম্পক কতটুকু উন্নতি হয়েছে- সে প্রশ্ন থেকেই যায়। রাজ ও পরী কেমন আছেন? সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। যদি একসঙ্গে দুবাই উড়াল দেন এ জুটি তাহলে হয়তো দেখা যাবে তাদের কেমিস্ট্রি।

- Advertisement -

Related Articles

Latest Articles